Sunday, August 24, 2025

দলীয় কোন্দলে জেরবার বিজেপি বহিষ্কার করল দিলীপ সহ ১৫ নেতাকে

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের(assembly election) প্রাক-মুহূর্তের বিজেপির(BJP) প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে রাজ্য নেতৃত্বরা(state leader)। কোথাও দল থেকে ইস্তফা, তো কোথাও আবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন বহু নেতা। একাধিক জায়গায় প্রবল বিক্ষোভ স্বাভাবিকভাবেই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে শীর্ষ নেতৃত্বের। এই পরিস্থিতিতে দলের রাশ শক্ত করতে কড়া পদক্ষেপ নিল অসম বিজেপি। বহিষ্কার করা হল ১৫ জন নেতাকে। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন অসম বিজেপির প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পালও(Dilip Pal)।

বিজেপির সাধারণ সম্পাদক রাজদীপ রায় জানান, দলের সিদ্ধান্ত অমান্য করায় দিলীপ পাল-সহ ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্রের ধারা মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়েছে ৬ বছরের জন্য। উল্লেখ্য, অসমের ১২৬ আসনের মধ্যে ৯২ আসনে লড়ছে শাসক বিজেপি। বাকি ৩৪ আসনে বিজেপির সহযোগী অসম গণ পরিষদ ও ইউনাইডেট পিপলস পার্টি লিবালরকে ছেড়ে দিয়েছে তারা। এখানে গত পাঁচ বছরের কাজকর্মের খতিয়ান দেখে গতবারের ১১ জন বিধায়ককে প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। যার মধ্যে রয়েছে একজন মন্ত্রীও। এরপরই ক্ষোভে ফেটে পড়েন টিকিট না পাওয়া নেতারা। দলকে জবাব দিতে অনেকে আবার নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এই বিক্ষোভের নেতৃত্ব দেন বিদায় বিধানসভার ডেপুটি স্পিকার দিলীপ পাল।

আরও পড়ুন:নজিরবিহীন! প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার রেল অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের

দলে থেকে দলের বিরুদ্ধে এহেন বিক্ষোভ স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারেনি অসম বিজেপি। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় গেরুয়া নেতৃত্বে তরফে। এরপরই দল থেকে বহিষ্কার করা হয় ১৫ জন নেতৃত্বকে। যারা হলেন, দিলীপকুমার পাল, রাও গজেন্দ্র সিং, প্রিয়াঙ্কা নেওগা, লখেশ্বর মোরান, তরুণ সাহু, থৈবা সিং, আশিস হালদার, ক্ষিতিশরঞ্জন পাল, সীমা এনগিপি, হেমন্ত অধিকারী, দেবজিত্‍ মোরান, রাজেশ কিষাণ ও দিলীপ দে।

Advt

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...