পূর্ব ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় অ্যাডামাস ইউনিভার্সিটি এবার চুক্তি স্বাক্ষর করল ক্যানভাসের সঙ্গে। ক্যানভাস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম(LMS) হল একটি মার্কিন ভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠান যা গোটা বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে শিক্ষণের বিষয়টিকে অনেক সহজ করে নির্মিত করা হয়েছে। ক্যানভাসের সঙ্গে চুক্তি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের কাছে সত্যিই গর্বের এক মূহূর্ত। এইনিয়ে অ্যাডামাসের কর্ণধার সমিত রায় বলেন, “আমরা অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে সর্বদা শিক্ষার্থীদের জন্য একটি অনন্য কিছু তৈরি করতে বিশ্বাস করি যা তাঁদের ভবিষ্যতে বিস্তৃত প্রভাব ফেলবে। ভারতে প্রথমবারের মতো আমাদের শিক্ষার্থীদের জন্য গর্ব অনুভব করছি। ক্যানভাস (LMS) সবার জন্য একটি সামগ্রিক শিক্ষার পরিবেশের দিকে নিয়ে যাবে বলে আশা রাখছি। আমরা এর কার্যকারিতা সম্পর্কে আশাবাদী”।

ক্যানভাস-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা জানিয়ে অ্যাডামাসের অধ্যাপক জানান, দু’পক্ষের সহযোগিতায় অবশ্যই শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই জ্ঞান সমৃদ্ধ করার ক্ষেত্রে সহযোগিতা করবে। এমনকি উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও একটি শক্তিশালী ডিজিটাল ভিত্তি তৈরি করবে।
