Monday, August 25, 2025

মোদির সভা এড়িয়ে কোন কৌশলি বার্তা দিতে চাইলেন দিব্যেন্দু !

Date:

Share post:

গেরুয়া-মঞ্চে উঠলেন না দিব্যেন্দু অধিকারী৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) কাঁথির মঞ্চের ত্রিসীমানায় দেখা গেল না তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে (Dibyendu Adhikary)৷ যদিও অধিকারী পরিবারের অন্য ৩ রাজনীতিক, শিশির, শুভেন্দু এবং সৌমেন্দু যথারীতি মঞ্চে ছিলেন৷ তবে দর্শকাসনে ছিলেন দিব্যেন্দুর স্ত্রী।

এরপরেই জল্পনা তুঙ্গে৷ প্রশ্নও উঠেছে একাধিক৷

( ১) তাহলে কি ঘাসফুলেই থাকছেন তমলুকের সাংসদ ?

( ২) তাহলে কী বাকি তিন অধিকারী-র অনুরোধ স্পষ্টভাবেই ফিরিয়ে দিলেন দিব্যেন্দু ? পরিবারে মতবিরোধ ?

( ৩) না’কি, সম্মিলিতভাবে তৈরি করা অধিকারীদের নতুন কোনও কৌশল এটা ?

গত ২১ মার্চ অমিত শাহের
এগরা’র জনসভার মঞ্চে হাজির ছিলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikary)। সেদিনই গুঞ্জন ছিলো, শিশিরবাবু একা আসবেন ? না’কি সঙ্গে থাকবেন পুত্র দিব্যেন্দুও ?

সেদিনও গরহাজির ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তাহলে বোধহয় কাঁথির প্রধানমন্ত্রীর মঞ্চেই পদ্মাসনে বসবেন অধিকারী পরিবারে এখনও ঘাসফুলে থাকা একমাত্র জনপ্রতিনিধি দিব্যেন্দু অধিকারী৷

দিব্যেন্দু এবিষয়ে সরাসরি মুখ খোলেননি। তবে সভার আগে জল্পনা বাড়িয়ে তিনি বলেন, ‘সভা শুরুর পরই ছবিটা স্পষ্ট হয়ে যাবে’। কিন্তু মোদির সভামঞ্চে শিশির, শুভেন্দু ও সৌমেন্দু থাকলেও
ছিলেন না দিব্যেন্দু।

গত নভেম্বরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ানো শুরু করেছিলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছিল তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে। পরবর্তীতে সমস্ত পদ ও দল ছেড়ে পদ্মশিবিরে যোগ দেন তিনি। তাঁর পথে হেঁটে অধিকারী পরিবারের ছোটছেলে সৌমেন্দুও বিজেপিতে যোগ দেন। স্বাভাবিকভাবেই পরে একাধিকবার প্রাক্তন সহকর্মীরা নিশানা করেছিলেন তাঁকে। তারপরই শুভেন্দুর পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছিল শিশিরকে। সেই থেকেই তাঁর সঙ্গেও দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে তিনিও গেরুয়া শিবিরে যোগ দেন। আজ অর্থাৎ বুধবার মোদির পাশে হাজির থাকার কথা ছিল দিব্যেন্দু-সহ গোটা অধিকারী পরিবারের। কিন্তু কাঙ্খিত সেই দৃশ্য দেখা গেল না মোদির মঞ্চে। সভায় গেলেন না দিব্যেন্দু।

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু৷ ওই কেন্দ্রে নির্বাচন আগামী ১ এপ্রিল৷ নন্দীগ্রামে শুভেন্দুকে লড়তে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ এই কেন্দ্রের ভোটের ফলাফলের উপর গোটা অধিকারী-পরিবারের মান-সম্মান, রাজনৈতিক ভবিষ্যৎ তথা নিজেদের অস্তিত্ব নির্ভর করছে৷ সেই পরিস্থিতে দিব্যেন্দু একের পর এক শাহ এবং মোদির মঞ্চ এড়িয়ে কোন বার্তা দিতে চাইছেন ? তৃণমূলকে কি বোঝাতে চাইলেন যে পরিবারের বাকিরা যা’ই করুক, তিনি এখনও তৃণমূলেই ?

কিন্তু এতে আদৌ কি কোনও লাভ হবে ? তৃণমূল কংগ্রেস অধিকারী-পরিবারকে পুরোপুরি ‘ডিসকার্ড’ করেছে, বিশ্বাসের প্রশ্নই নেই৷ এর মধ্যে অস্বাভাবিক কিছুই নেই৷
একথা অধিকারীদের অজানা নয়৷ সেই পরিস্থিতিতে দিব্যেন্দু-র তৃণমূলে থেকে যাওয়া অথবা তৃণমূল ত্যাগ করার সিদ্ধান্তের মধ্যে তিলমাত্র ফারাক নেই! এখন যদি তৃণমূল দল দিব্যেন্দু অধিকারীকে নির্দেশ দেয়, নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রচারে নামতে, দলীয় সাংসদ এতে রাজি হবেন?

সে কারনেই বোধহয় নতুন জল্পনা শুরু হয়েছে, এটা কি অধিকারীদের নতুন কোনও কৌশল ?

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...