Tuesday, July 15, 2025

রাজ্য সরকার বিরোধী বিজেপির শ্রাবন্তীর পোস্টে মিমি-নুসরত-কৌশানীর লাইক!

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রার্থী টলি-তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি ইনস্টাগ্রাম পোস্ট। ভোটের মুখে পোস্ট। স্বভাবতই তাক করা রাজ্য সরকারের বিরুদ্ধে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই পোস্টে লাইক দিয়ে বসে আছেন তৃণমূলের দুই সাংসদ আর এক প্রার্থী। আর সে নিয়ে বুধবার বিকেল থেকে রাজনৈতিক মহলে জোর আলোচনা এবং নানা গুঞ্জন ক্রমশ ডালপালা মেলতে শুরু করেছে।

একুশের নির্বাচনে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে শ্রাবন্তীকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। মঙ্গলবার আলিপুর জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শ্রাবন্তী। এক সময়ে শাসক দলের ঘনিষ্ঠ এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতি, তোলাবাজি মুক্ত করে, বেহালা পশ্চিমে শুধু ক্লাবে ক্লাবে ফূর্তি করার দান খয়রাতি নয়, সামাজিক উন্নয়নের সঙ্গে সোনার বাংলার সংকল্প নিয়ে বেহালা পশ্চিমে সুখে-দুঃখে সব সময় পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ মনোনয়ন পত্র জমা দিলাম’। হ্যাশট্যাগে শ্রাবন্তী দিয়েছেন #Vote4BJP #EbarBehalayBJP, #Vote4SonarBangla, #ModirSatheBangla।

 

অভিনেত্রীর এই পোস্টে লাইকের সংখ্যা ১৮ হাজারের বেশি। সকলকে অবাক করে শ্রাবন্তীর পোস্টে লাইক দিয়েছেন তৃণমূলের দুই তারকা সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। সঙ্গে যোগ হয়েছে বিধানসভায় কৃষ্ণনগরের উত্তরের তৃণমূলের প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। প্রথম ২ জন শাসকদলের সাংসদ। রাজ্য সরকারের সমালোচনা করে পোস্ট, আর তাতে লাইক দিচ্ছেন খোদ শাসকদলের দুই সাংসদ!

চমকে গিয়েছেন নেটিজেনরা। এইসব টলি তারকাদের রাজনৈতিক বোধ-বুদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। দলের নেত্রী, সাংসদ, তাঁরা কোনও পোস্টে লাইক দেওয়ার আগে বিষয়টি পড়বেন না! না দেখেই লাইক দিয়ে ভোটের মুখে দলকে অস্বস্তিতে ফেলবেন? এগুলো আসলে রাজনৈতিক অশিক্ষার ফল। আবার কেউ কেউ বলছেন, অধিকাংশ টলি তারকা, যাঁরা জনপ্রতিনিধি হয়েছেন, তাঁদের রাজনৈতিক জ্ঞানবুদ্ধির চর্চার প্রয়োজন রয়েছে। নইলে এমনটা হওয়ার কথা নয়। অনেকে আবার বলছেন, এটা ইচ্ছাকৃত নয়তো! গোটা ঘটনায় তৃণমূলের অন্দরমহলও বিরক্ত। জানতে চাওয়া হবে কেন এই ‘দুর্মতি’!

আরও পড়ুন- সি ভোটারের চূড়ান্ত জনমত সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল

Advt

spot_img

Related articles

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেও অনড় চাকরিহারারা! চাপে পড়ে রাতভর অবস্থানের সিদ্ধান্ত প্রত্যাহার 

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মিলল না রফাসূত্র। এদিকে রাতভর অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত জানিয়েও কয়েকঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল...

সামুদ্রিক পণ্য রফতানিতে নতুন রেকর্ড রাজ্যের, আয় ছাড়ালো ৪,৩৩৩ কোটি

সামুদ্রিক পণ্য রফতানিতে ২০২৪-২৫ অর্থবর্ষে নতুন উচ্চতায় পৌঁছেছে পশ্চিমবঙ্গ। মেরিন প্রোডাক্টস ডেভেলপমেন্ট অথরিটির (MPEDA) তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে...

বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের নিকটাত্মীয়ের চাকরি: প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে, আরও ১৩ পরিবারকে সহায়তা

বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Train Accident) প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে আরও একবার দাঁড়াল রাজ্য সরকার। সোমবার নবান্নে...

হাইকোর্টে বুধবার একসঙ্গে শুনানি ওড়িশা-দিল্লির পরিযায়ী শ্রমিকদের মামলার 

ওড়িশা ও দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগে দায়ের হওয়া দুটি পৃথক মামলার একসঙ্গে শুনানি হবে কলকাতা হাইকোর্টে...