Thursday, August 21, 2025

ওরা হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে”, ফের বিতর্ক দিলীপের কথায়

Date:

Share post:

রাত পোহালেই ভোট (West Bengal assembly election)। আর ভোটের আগের দিনে ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে দিলীপ ঘোষ(Bjp State president Dilip Ghosh)। দলীয় কর্মী সমর্থকদের লাস্ট মিনিট সাজেশন দিতে খড়্গপুরে কর্মিসভায় হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে কথা প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “কেউ হুমকি দিতে হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। বুঝিয়ে দেবেন উত্তর দিতে আমরাও জানি।”

আগামিকাল বিধানসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি আসনে ভোট হবে। (West Bengal Assembly Elections)। শেষমুহূর্তের প্রচার   এবং দলের সাংগঠনিক কাজের প্রয়োজনে বৃহস্পতিবার থেকে দিলীপ ঘোষ খড়্গপুরেই ছিলেন। শুক্রবার সকালে খড়গপুরে চায়ে পে চর্চায় যোগ দেন মেদিনীপুরের সাংসদ। সেখান থেকেই রাজ্য বিজেপি সভাপতি নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তোপ দাগেন পুলিশ ও তৃণমূলকে। পুলিশের বিরুদ্ধে সরকার পক্ষের হয়ে গুন্ডামির অভিযোগ তুলে দিলীপবাবু বলেন, “  “ভোটের সময়ও পুলিশ বেছে বেছে আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে ভোটের অকারণে গ্রেফতার করা হচ্ছে। শাসানো হচ্ছে যাতে তারা ভোট দিতে না যায়। আর তাঁদের সহযোগিতায় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের গুন্ডারা।” এরপরেই দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপবাবু বলেন, “কেউ দুটো-চারটে চকোলেট বোম দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে একদম পাত্তা দেবেন না। ওরা হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। বুঝিয়ে দেবেন উত্তর দিতে আমরাও জানি।”

Advt

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...