শুক্রবার দ্বিতীয় একদিনের ( 2Nd ODI) ম্যাচে নজির গড়লেন কুলদীপ যাদব( kuldeep yadav) । তবে এই নজির গড়তে হয়তো কোনদিনও চাননি তিনি। দ্বিতীয় একদিনে ম্যাচে ৮ টি ছয় হজম করলেন কুলদীপ। আর সেই কারণেই গড়ে ফেললেন একটি রেকর্ড। টপকে গেলেন বিনয় কুমারকে ( binay kumar)।

শুক্রবার ৮টা দিয়ে বিনয় কুমারকে টপকে গেলেন কুলদীপ। একদিনের ম্যাচে ছক্কা খাওয়ার নজির গড়লেন এই বাঁহাতি স্পিনার। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭টা ছয় দিয়েছিলেন বিনয়। এ বার এই তালিকার শীর্ষে পৌঁছে গেলেন কুলদীপ।


আরও পড়ুন:দ্বিতীয় একদিনের ম্যাচে হারের কারণ হিসাবে পিচকেই কাঠগড়ায় তুললেন প্রসিদ্ধ
