Sunday, August 24, 2025

ইমরান সরকারের বড় সিদ্ধান্ত, ভারত থেকে তুলো ও সুতো আমদানির অনুমতি

Date:

Share post:

পাকিস্তানের ইমরান সরকারের বড় সিদ্ধান্ত। বিগত কয়েক বছর ধরে ভারত ও পাকিস্তানের সম্পর্কের মধ্যে থাকা বরফটি এখন গলে যাচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় কাউন্সিল (Pakistan’s Economic Coordination Council) ভারত থেকে তুলো ও সুতো আমদানির অনুমতি দিয়েছে।

সংবাদসংস্থা রয়টার্স-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, পাকিস্তান মন্ত্রিসভার তরফে ভারত থেকে তুলো এবং সুতো আমদানির অনুমোদন দিয়েছে। এছাড়াও পাকিস্তান মন্ত্রিসভা বেসরকারী খাতকেও ভারত থেকে চিনি আমদানির অনুমতি দিয়েছে। এ বিষয়ে পাকিস্তান থেকে ভারতকে অনুরোধ করা যেতে পারে বলে জানা গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, পাকিস্তান দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠির জবাবে ইমরান খান প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন এবং বলেছিলেন যে পাকিস্তানের জনগণও ভারত সহ প্রতিবেশী সব দেশের সঙ্গে শান্তি ও সহযোগিতামূলক সম্পর্ক চায়।

আরও পড়ুন-রাতের ট্রেনে আর ফোন-ল্যাপটপে চার্জ দেওয়া যাবে না, নয়া নির্দেশিকা রেলের

ইমরান খান লিখেছেন, “আমরা বিশ্বাস করি যে দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা ভারত ও পাকিস্তানের মধ্যকার বিশেষত জম্মু ও কাশ্মীর বিরোধের সমস্ত সমস্যার সমাধানের উপর নির্ভর করে। ইতিবাচক এবং উত্পাদনশীল মিথস্ক্রিয়তার জন্য সৌহার্দ্যের পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেছিলেন যে, তিনি কোভিড -১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় জনসাধারণের মঙ্গল কামনা করতে চান।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। ইমরান খানকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে ভারত পাকিস্তানের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং এর জন্য সন্ত্রাসমুক্ত পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদি তার চিঠিতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের কথাও উল্লেখ করেছেন এবং ইমরান খান ও পাকিস্তানের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...