Monday, December 29, 2025

সোনারপুরের সভা থেকে ফের তৃণমূলের বিরুদ্ধে সরব মোদি

Date:

Share post:

দ্বিতীয় দফা নির্বাচনের পর শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফার প্রস্তুতি। সেই লক্ষ্যেই বিজেপির(BJP) প্রচারে শনিবার রাজ্যে পা রেখেছেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। দুপুরে হুগলিতে জনসভার পর বিকেলে সোনারপুরের আড়াপাঁচ ময়দানে ফের একবার তৃণমূল সরকারের(TMC government) বিরুদ্ধে সরব হতে দেখা গেল মোদিকে। তাঁর অভিযোগ, ‘ছাপ্পা ভোট দিতে না পেরে কমিশনকে, বাহিনীকে নিশানা করছে তৃণমূল। ১০ বছর আগে এই কমিশন, বাহিনীকেই আপনাদের ভাল লাগত। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।’

পাশাপাশি তিনি সোনাপুরের মাটিতে উপস্থিত হয় ফের নেতাজি প্রসঙ্গ টানেন নরেন্দ্র মোদি। বলেন, ‘এই স্থান নেতাজি সুভাষচন্দ্র, শরৎচন্দ্রের মাটি। দেশে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী পালন হচ্ছে, কলকাতাতেও ঐতিহাসিক সমারোহ হয়। আমি উপস্থিত ছিলাম সেখানে। নেতাজি সুভাষের জন্ম ওড়িশা, বাংলায় শিক্ষালাভ। নেতাজির পরাক্রম দেশের সর্বত্র পালিত হচ্ছে। আজ দুঃখ হয় নেতাজির দেখানো পথে না হেঁটে মমতা বহিরাগত বলেন। আমাদের বহিরাগতর কথা বলা হচ্ছে, এটা নেতাজির অপমান।’ পাশাপাশি নন্দীগ্রামে ইস্যু টেনে তিনি বলেন, ‘শুনেছি তৃণমূলের মধ্যে গভীর আলোচনা চলছে। নন্দীগ্রামে দিদির দাঁড়ানো খুব বড় ভুল হয়েছে। নন্দীগ্রামে হার নিশ্চিত জেনে অন্য আসনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দুটি আসনেই হারলে তৃণমূলের পথ চলাই সমস্যা হয়ে যাবে। মমতা সঠিক বুদ্ধি শোনেন না, ভুল বুদ্ধি শোনেন।’

আরও পড়ুন:নাম না করে আব্বাস সিদ্দিকিকে ‘চ্যাংড়া’ বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমো’র

পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারাণসী থেকে দাঁড়ানোর যে গুঞ্জন উঠেছিল সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন দিদির দল বলছে বারাণসী থেকে ভোটে লড়বে। এর থেকে দুটি কথা স্পষ্ট হয়ে গেছে। প্রথমত দিদি বাংলায় হার মেনে নিয়েছেন। দ্বিতীয়ত দিদি বাংলার বাইরে জায়গা খুঁজতে শুরু করেছেন। আমার বারাণসীর মানুষ আপনাকে বহিরাগত বলবেন না। আমার কাশীর মানুষের মন বাংলার মানুষের মতই উদার। আপনার কাছে অনুরোধ বারাণসীর মানুষের উপর রাগ করবেন না।’

Advt

spot_img

Related articles

ডিমের দাম ঊর্ধ্বমুখী! মূল্যবৃদ্ধিতে লাগাম দিতে উদ্যোগী হরিণঘাটা 

বাজারে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উৎসবের মরসুমে বেকারি শিল্পে বাড়তি চাহিদা,...

আর সহ্য হচ্ছে না! প্রত্যেক মানুষের অধিকার রক্ষা করতেই হবে: গর্জে উঠলেন মমতা

এসআইআর-এ হয়রান বাংলার মানুষ। গত এক মাসে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বা আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই...

বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র! বাংলাদেশি গ্রেফতারির ভুয়ো খবরে সরব রাজ্য পুলিশ

বাংলাকে বদনাম করার চক্রান্তে বারবার বাংলাদেশি অনুপ্রবেশের তত্ত্ব তুলে ধরেছে বিরোধীরা। যে সীমান্ত রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকারের,...

কমিশনের নির্দেশ মতো কেন নয় বয়স্কদের শুনানি! SIR পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সি মুরুগন

এসআইআর নিয়ে বঙ্গে মানুষের ভোগান্তির আর শেষ নেই। শুনানির সঠিক ব্যবস্থা না থাকার ফলে বারবার হয়রানির অভিযোগও তুলেছেন...