ভোটের আবহে শেষ মুহূর্তের প্রচারে কোমর বেঁধে ময়দানে নেমেছে সবাই। পিছিয়ে নেই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বর্ণালী দে । ১৭ এপ্রিল, শনিবার পঞ্চম দফায় নির্বাচন রানাঘাট দক্ষিণ কেন্দ্রে।

বুধবার নিজের বিধানসভা এলাকায় একটি বর্ণাঢ্য রোড শো করেন তিনি। আর তার সেই রোড- শো দেখতে চতুর্দিকের মানুষ ছিল মুখিয়ে। আশপাশের বাড়িগুলি থেকে রীতিমতো পুষ্প বৃষ্টি হচ্ছিল তার ওপর। যা দেখে জয়ের ব্যাপারে আরও বেশি কনফিডেন্ট বর্ণালীদেবী জানালেন, ‘প্রচারে মহিলা, বৃদ্ধ ও নতুন ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। জয়ী হওয়ার পর জলের সমস্যার দ্রুত সমাধান করব। দলনেত্রীর উন্নয়নের অঙ্গীকারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব’। তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছরে সিপিআইএম বিধায়ককে সাধারণ মানুষ দেখতে পাননি। তিনি কাজ করেননি। ভোটে জিতে সাধারণ মানুষের দাবিদাওয়া পূরণ করতে চাই। আগেও মানুষের সঙ্গে ছিলাম, আগামী দিনেও থাকব। মানুষের জন্য কাজ করতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা জীবন দিয়ে হলেও পালন করব।

আসুন দেখেনি সেই রোড-শোর এক ঝলক।

আরও পড়ুন- পরীক্ষা পে চর্চা: সব বিষয়কে সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ মোদির
