Friday, January 9, 2026

৫ মৃত্যু, জায়গায় জায়গায় আক্রান্ত প্রার্থী, সবমিলিয়ে রাজ্যে রক্তাক্ত চতুর্থ দফার ভোট

Date:

Share post:

শেষ ৩ দফায় রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও মোটামুটি শান্তিপূর্ণভাবেই কেটেছিল নির্বাচন পর্ব। তবে চতুর্থ দফায় রীতিমতো রক্ত ঝরল বাংলায়(West Bengal)। কেন্দ্রীয়বাহিনীর(Central Force) গুলিতে ৪ জনের মৃত্যুর পাশাপাশি, এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি জায়গায় জায়গায় প্রার্থীর আক্রান্ত হওয়ার অভিযোগের পাশাপাশি জাল ভোটার ও ছাপ্পা ভোটের অভিযোগও উঠেছে চতুর্থ দফার নির্বাচনে। সব মিলিয়ে চতুর্থ দফার নির্বাচন মোটেই শান্তিপূর্ণ রইল না বাংলায়।

এক ঝলকে দেখে নেওয়া যাক চতুর্থ দফার নির্বাচনী ঘটনাবলীর দিকে…

1) রাজ্যে ভোটগ্রহণের চতুর্থ দিন৷ মোট পাঁচ জেলায় 44টি আসনে ভোটগ্রহণ চলছে৷ সব মিলিয়ে 793 কোম্পানি বাহিনী মোতায়েন আছে ৷

2) সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। 4 তৃণমূলকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আত্মরক্ষার্থে গুলি বলে অভিযোগ স্বীকার করল কমিশন।

3) বিজেপি হেরে গিয়েছে বলে ভোটারদের গুলি করে মারছে, অভিযোগ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে জনসভা করেন তৃণমূল নেত্রী৷ সেই সভা থেকে তিনি এই ঘটনা নিয়ে সমালোচনা করেন৷ তিনি জানান, এই ঘটনায় তিনি মর্মামত৷

শীতলকুচিতে গুলিচালনা এবং পাঁচজনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন সুজন চক্রবর্তী ৷ তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন৷ কমিশনের কাছে স্পষ্ট তথ্যের দাবিও জানিয়েছেন৷ মৃতদের মধ্যে এক ভোটার এইবার প্রথম ভোট দিতে গিয়েছিলেন ৷
4) কোচবিহারে ভোটের দিনে প্রাণহানির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শিলিগুড়ির সভা থেকে তৃণমূলকে একহাত নেন তিনি।
5) আত্মরক্ষার্থে গুলি বলে অভিযোগ স্বীকার করল কমিশন।
6) জরুরি ভিত্তিতে সব কর্মসূচি বদল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রচার সেরেই তিনি রাতে শিলিগুড়ি যাবেন। কাল রবিবার যাবেন যেখানে শনিবার কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি রবিবার রাজ্যের সব ব্লকে কালো ব্যাজ পরে অমিত শাহর ইস্তফার দাবিতে মিছিল করবে তৃণমূল।
7) একের পর এক হিংসা৷ আর তার জেরেই এবার শীতলকুচির 126 নম্বর ভোটকেন্দ্রে ভোটগ্রহণ পর্ব স্থগিত রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন৷ বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিল কমিশন ৷ আজ বিকেল 5টার মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন ৷

8) সংখ্যালঘু পরিবারের ভোটারদের আটকে রাখার অভিযোগে এবার ধর্নায় বসেন বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ ৷ নাটাবাড়ি বিধানসভার নাটাবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের উত্তর জায়গীর চিলাখানা 8/23 নং বুথে স্বামীজী স্মৃতি চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধর্নায় বসেন তিনি ৷ অভিযোগ, 200 সংখ্যা লঘু পরিবারের ভোটারদের আটকে রাখা হয় ৷
9) চুঁচুড়ায় আক্রান্ত প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। লকেটকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন লকেট। সে জন্যই তাঁকে স্থানীয় বাসিন্দারা বাধা দেন।
10) কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ। এক এক নতুন ভোটারের। শাসকদলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করে, তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঘটনা।

11) দিনহাটার ভেটাগুড়িতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ রাজ্যের শাসক দলের দাবি, যে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, তাঁরা সকলেই তৃণমূলের সমর্থক ৷ শুধু ভোটারদের ভয় দেখানোই নয়, তৃণমূল এজেন্টকেও বুথে বসতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷
12) চতুর্থ দফার ভোটগ্রহণ পর্বের শুরুতেই কসবায় বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁকে ঘিরে বিক্ষোভ ৷ বিক্ষোভকারীরা তৃণমূলের সমর্থক ৷ কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের ঘটনা । অভিযোগ, তিনি টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ইন্দ্রনীল খাঁ ৷

13) সিপিআিইএমের পোলিং এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ যাদবপুরের গাঙ্গুলিবাগান এলাকার রায়পুরের একটি বুথের ঘটনা ৷ সিপিএমের ওই পোলিং এজেন্টের অভিযোগ, তিনি এক ভুয়ো ভোটারকে চিহ্নিত করেছিলেন ৷ আর তারপরেই সিপিএমের এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ এই অভিযোগ মানতে চায়নি শাসকদল।

14) ইভিএমের বোতামে কালো কালি থাকার অভিযোগ করলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘চুঁচুড়া বিধানসভার পোলবার একটি ভোটকেন্দ্রের এক ইভিএমের এক নম্বর বোতামে কালি ছিল ৷ আমি গিয়েছিলাম ৷ কথা বলেছি ৷ এখন তা মুছে দিয়েছে ৷”

15) বুথ পরিদর্শন করার সময় নিজের কেন্দ্র টালিগঞ্জের ব্রহ্মপুর থেকে ‘জাল ভোটার’কে হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগ, তাঁকে দেখে পালানোর চেষ্টা করেন ওই ‘জাল ভোটার’। তবে কার হয়ে ওই ভোটার ভোট দিচ্ছিলেন তা এখনও জানা যায়নি। আপাতত তাকে আটক করেছে পুলিশ। যদিও বাবুলের অভিযোগ, তৃণমূলের কর্মীরাই এই কাজ করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advt

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...