Monday, November 10, 2025

নিরীহ ৪জনকে ঠাণ্ডা মাথায় খুন করেছে কেন্দ্রীয় বাহিনী: কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

কোচবিহারের (Coobehar) শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪জনের মৃত্যু ও তিনজনের আহত হওয়ার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস (Tmc)। অভিযোগ পত্রে লেখা হয়েছে, কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর তরফে নিরীহ মানুষদের উপর ঠাণ্ডা মাথায় গুলি চালানো হয়। ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও তিন। তীব্র কটাক্ষ করে চিঠিতে লেখা হয়, “তাঁদের একটাই ভুল ছিল তাঁরা নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত গণতান্ত্রিক উৎসবে যোগ দিয়েছিলেন”। শনিবার, কমিশনে অভিযোগ জানাতে যান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় ও দোলা সেন।

এই ভোটগ্রহণ চলছে কোচবিহারের পুলিশ সুপারের অধীন। ভোটের আগেই তাঁকে ‘উপযুক্ত’ মনে করে সেই পদে বসিয়েছে কমিশন। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু অভিযুক্ত সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। কমিশন নির্বাচনের আগেই রাজ্যের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের বদলি করে কমিশন।

তৃণমূলের চেয়ারপার্সন যখন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, তখন তাঁকে উলটে শোকজ করা হয়। বিজেপির নির্দেশই কমিশন কাজ করছে বলে অভিযোগ তৃণমূলের।

১) এই নিয়ে তৃণমূলের তরফে দুটি প্রশ্ন তোলা হয়েছে, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও কমিশনের দ্বারা নিয়োজিত কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

২) এই খুনের ঘটনার জন্য নির্বাচন কমিশনের দায়িত্বশীল আধিকারিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

Advt

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...