Sunday, January 11, 2026

‘বাই রোড এলে শুভেন্দুর লাশ যেত নন্দীগ্রামে’, বললেন চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল

Date:

Share post:

“বাই রোড এলে শুভেন্দুর ডেডবডি নন্দীগ্রামে পাঠিয়ে দিতো চোপড়ার মানুষ”৷

বিতর্কিত এই মন্তব্য চোপড়ার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের৷

ইতিমধ্যেই রক্তস্নাত বঙ্গ-ভোটে এটাই বোধহয় বাকি ছিলো৷ এক দলের প্রার্থী নিজেই অন্য দলের প্রার্থীকে ‘লাশ’ বানানোর হুমকি দিচ্ছেন৷ রবিবার ঠিক তেমনই হলো
উত্তর দিনাজপুরের চোপড়ায়৷ বিজেপি নেতা শুভেন্দুর উদ্দেশ্যে এমন মন্তব্যই করেছেন তৃণমূল প্রার্থী হামিদুল রহমান৷

এদিন চোপড়ার দাসপাড়া ফুটবল গ্রাউন্ড ময়দানে বিজেপির এক নির্বাচনী জনসভায় যোগ দেন বিজেপি (BJP)নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) এবং কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তাঁরা হেলিকপ্টারে মাঠে নেমেই সভামঞ্চের দিকে যখন যাচ্ছিলেন, ঠিক তখনই সভাস্থলের কাছে কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে “শুভেন্দু গো ব্যাক ” স্লোগান তুলে বিক্ষোভ দেখানো হয় চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের (Hamidur Rahman) নেতৃত্বে৷ ওদিকে, বক্তৃতায় শুভেন্দু অধিকারী তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, “হামিদুল রহমানের অত্যাচার থেকে বাঁচতে একজোট হোন”। ভোটের পর হামিদুল ও তার গুন্ডাদের উচিত শিক্ষা দেওয়া হবে বলেও মন্তব্য করেন শুভেন্দু।

এর পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হামিদুল বলেন, “চোপড়ার মা বোনেরা ঝাঁটালাঠি নিয়ে আজ তাড়া করতো শুভেন্দুকে৷ কিন্তু শুভেন্দুর কপাল ভালো, সেন্ট্রাল ফোর্সের ঘেরাটোপে হেলিকপ্টারে মাঠে নেমে জনসভা করে আবার হেলিকপ্টারেই ফিরে গিয়েছেন। শুভেন্দু অধিকারী বেইমান। উনি যদি হেলিকপ্টারে না এসে বাইরোড আসতেন চোপড়ার মানুষ তাঁর ডেডবডি পাঠাতেন নন্দীগ্রামে। চোপড়ার মহিলারা তৈরিই ছিলেন লাঠি ঝাঁটা নিয়ে”৷

বিজেপির জেলা সভাপত নেতা সুরজিৎ মন্ডল পাল্টা বলেছেন, “সবচেয়ে বড় মীরজাফর যে হামিদুল রহমান সেটা চোপড়ার মানুষ জানে। ও কতবার দলবদল করে আজ তৃণমূল করছে সবার জানা৷” তিনি বলেন, “আজ যারা কালো পতাকা দেখিয়ে দেখিয়েছে তারা কেউই চোপড়ার সাধারণ মানুষ নন৷ ওরা তৃণমূল নেতা হামিদুল রহমানের পোষা গুণ্ডা”।

Advt

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...