শীতলকুচির প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ শানালেন মমতা । এরা নাকি রাজনীতি করবে রাজনীতি করতে গেলে কথাবর্তা শেখা দরকার। বুঝে কথা বলা দরকার। রাজনীতি মানে করে খাওয়া নয়। বিজেপি মনে করছে রাজনীতি মানে গুলি করার অধিকার দেওয়া, এটা রাজনীতি নয়। চারটি লোককে ভোটের লাইনে গুলি করে মেরে নিল। তার পরেও বলছে ৮ জনকে গুলি করা উচিত ছিল। সবাইকে বুকে গুলি করে দাও। এরা অদ্ভূত। একটা রাজনৈতিক দল বুক লক্ষ্য করে গুলি চালিয়ে দিতে বলছে। এদের নিষিদ্ধ করা উচিত। যারা গুলি চালানোর পক্ষে সওয়াল করে তাদের রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা উচিত।
এভাবেই রানাঘাটের সভায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট পেতে হিন্দু-মুসলমান করছে বিজেপি এমনটাই বক্তব্য তৃণমূল নেত্রীর।
তার সাফ কথা, আমরা ছদ্মবেশী ধর্ম করি না। মমতা বলেন,
অসুস্থ শরীরে কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা কি চান বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে চলে যাক? বাংলাকে বাঁচাতে হবে।
পাশাপাশি তাঁর বক্তব্য, আমি কিন্তু এই ঘটনায় ছেড়ে কথা বলব না। আমাকে অত বোকা ভাবার কোনও কারণ নেই। সব জোগাড় করেছি, আরও করব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে তাঁর বক্তব্য, গোটাটাই অমিত শাহর পরিকল্পনায় হয়েছে। গুলি করে খুন করার পর ক্লিনচিট দিচ্ছেন।
তিনি আরও বলেন, সকালে যে রাজবংশী ভাই মারা গিয়েছে, বিজেপি তুমি নিজের কর্মীকে নিজে হত্যা করেছো, লজ্জা নেই? আমি নিন্দা করছি। আমি তাকেও সাহায্য করব।
