কোন ফুটেজের ভিত্তিতে শীতলকুচি নিয়ে সিদ্ধান্ত কমিশনের? প্রশ্ন বিমানের

আজ, সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন সংযুক্ত মোর্চার শীর্ষ নেতৃত্বরা। মোর্চার এই প্রতিনিধি দলে ছিলেন সিপিএম নেতা বিমান বসু, রবীন দেব, কংগ্রেস নেতা আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য ও আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকি সহ আরও অনেকে। তাঁরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে একটি ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনের মূল বিষয়,  ভোটে হিংসা, শীতলকুচি কান্ডে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও পঞ্চম দফায় ভোট প্রচার পর্বের সময়সীমা কমে যাওয়া।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, শীতলকুচি ঘটনার কোনও ভিডিও ফুটেজ নেই কেন? কোন ফুটেজের ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে পৌঁছেছেন। আমরা এই সিদ্ধান্ত মানছি না। যেভাবে গুলি চালানো হয়েছে তা কোনও আইনে নেই ।
তার অভিযোগ, গুলি চালানো হয়েছে কোমরের উপরে। যার কোনও নিয়ম নেই। সত্যিই যদি সেখানে কোনও গন্ডগোল হয়ে থাকে, তবে প্রথমে বাহিনীর উচিত ছিল শূন্যে গুলি ছোড়া, কাঁদানে গ্যাস ব্যবহার করা , লাঠিচার্জ করা। অথচ তা না করে সরাসরি গুলি করে দেওয়া হলো। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Advt

Previous articleএকবার গেলে তৃণমূল আর ফিরবে না, জ্যোতিষীর মতো ভবিষ্যতবাণী নরেন্দ্র মোদির
Next articleশীতলকুচি ঘটনার তদন্ত করব কারা প্ল্যানে ছিল, সব জোগাড় করেছি: বিজেপিকে তোপ মমতার