দলের হার নিয়ে মুখ খুললেন রাসেল

মুম্বই ইন্ডিয়ান্সের( Mumbai indiance) কাছে লজ্জাজনক হারের পর মুখ খুললেন কেকেআর বোলার আন্দ্রে রাসেল( andre Russell )। মুম্বইয়ের কাছে ম‍্যাচ হারের পর দলের ক্রিকেটারদের সমর্থকদের কাছে ক্ষমা চাইতে বলে টুইট করে ছিলেন নাইট দলের কর্ণধার শাহরুখ খান। তারও পাল্টাও দিলেন রাসেল।

রাসেল বলেন,” শাহরুখ যা বলেছে তাতে আমি সহমত, তবে দিনের শেষে এটা ক্রিকেট। শেষ ওভার অবধি বোঝা মুশকিল যে কী হবে। আমার মনে হয় দলের আত্মবিশ্বাস রয়েছে। ভাল খেলেছি, দলের খেলায় আমি গর্বিত। দ্বিতীয় ম্যাচ  হয়েছে সবে, এটার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের।”

এরপাশাপাশি রাসেল আরও বলেন,” ১০০টির ওপর টি-২০ ম্যাচ খেলেছি আমি। দেখেছি শেষ বলে কী ভাবে খেলা ঘুরে যায়। কয়েকটা উইকেট পড়লেই ম্যাচের রাশ অন্য দলের হাতে চলে যেতে পারে। আমাদের সঙ্গেও সেটাই হয়েছে।”

আরও পড়ুন:‘বোলারদের কারণে এই জয়,’ বললেন রোহিত

Advt