Saturday, December 20, 2025

বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না: উত্তরবঙ্গে প্রচার সভা থেকে ফের আশ্বাস মমতার

Date:

Share post:

বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না-উত্তরবঙ্গে প্রচারে গিয়ে ফের একথা জানালেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, রাত আটটায় তাঁর প্রচারে নিষেধাজ্ঞা ওঠার পরেই দুটি সভা করেন তিনি। এরপর বুধবার, যান উত্তরবঙ্গে। সেখানে প্রথমে শীতলকুচির (Shitalkuchi) নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর উত্তরবঙ্গে দলীয় প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি সভা করেন মমতা। আর সেখান থেকে তৃণমূল নেত্রী বলেন, “বাংলায় কোনভাবেই এনআরসি-সিএএ (Nrc-Caa) হতে দেব না।

মঙ্গলবার, পাহাড়ে প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, এনআরসি হওয়ার এখন কোনও কথা নেই। সেই কথার জবাবে মমতা বলেন, ওরা মিথ্যে কথা বলছে। ইতিমধ্যেই বিল পাস করে বসে আছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, কোন অবস্থাতেই তিনি এ রাজ্যে এইসব চালু হতে দেবেন না। তিনি বলেন, “আমি সব ধর্মের মানুষের পাশে আছি”।

পাহাড়ে উন্নয়ন বিশেষ করে চা বাগান নিয়ে অনেক গালভরা প্রতিশ্রুতি দেন অমিত শাহ। এদিন তার পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চা বাগান নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মোদি-শাহ। তৃণমূল আমলে ‘চা-সুন্দরী’ থেকে শুরু করে যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ হয়েছে তা তুলে ধরেন মমতা।

এদিন করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। একইসঙ্গে অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে এসে রাজ্যে করোনা ছড়াচ্ছে বিজেপি।

আরও পড়ুন:লকডাউনের জেরে আবারও কাজ হারানোর শঙ্কায় মহারাষ্ট্রের শিল্পীরা

Advt

spot_img

Related articles

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে...

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...

বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় মোদি, ‘ড্যামেজ কন্ট্রোলে’ দুপুরে সভা তাহেরপুরে!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) কথা মাথায় রেখে বঙ্গে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারি শুরু। বিজেপি নেতা...