দেশজুড়ে আরও ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রন্তের সংখ্যা ১,৮৪,৩৭২। পশ্চিমবঙ্গে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮১৭ জন। করোনা আবহে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার আরও কড়া পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। ৪ রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র, কর্নাটক, কেরল এবং তেলেঙ্গানা থেকে এ রাজ্যে প্রবেশ করতে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট।

আরও পড়ুন-সরকারি অফিসের পর এবার বেসরকারি অফিসগুলিকেও করোনা টিকা দেওয়ার অনুমতি রাজ্য সরকারের

কলকাতা বিমানবন্দরের তরফে একটি টুইটে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে লাগাম টানতে এবার মহারাষ্ট্র, কর্নাটক, কেরল এবং তেলেঙ্গানা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট। যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে টেস্ট করা হলে সেই রিপোর্ট গ্রহণযোগ্য হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে ১৫ দিনের ১৪৪ ধারা জারি হয়েছে। মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় গোটা দেশ।

As per State Govt guidelines passengers coming to #KolkataAirport from Maharashtra,Karnataka,Kerala & Telangana must carry RT PCR negative test report conducted within 72 hours before departure. For detailed guidelines passengers are requested to visit https://t.co/ky6DmzFiyO.
— Kolkata Airport (@aaikolairport) April 14, 2021
বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন। যা আগের দিনের থেকে প্রায় ২৩ হাজার বেশি। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮২৫ জন। ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের।