করোনা আতঙ্কে ঘরে ফেরার তাড়া, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে ভিড় পরিযায়ীদের

করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় মহারাষ্ট্র সরকার একাধিক কঠোর নির্দেশাবলী ঘোষণা করেছে । আর এই ঘোষণার পরেই ফের একবার ঘরে ফেরার জন্য হুড়োহুড়ি মুম্বইয়ে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ৷
বুধবার লোকমান্য তিলক রেলস্টশনের বাইরে ভিড় জমান হাজার হাজার মানুষ ৷ সকলেই ছিলেন দূরপাল্লার ট্রেনের যাত্রী ৷ এই পরিস্থিতিতে চিন্তা বেড়েছে রেল কর্তৃপক্ষের ৷
রেলের তরফে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন অযথা আতঙ্কিত না হন ৷ এভাবে স্টেশন চত্বরে যাত্রীরা যেন ভিড় না বাড়ান ৷ কারণ, তাতে করোনার সংক্রমণের আশঙ্কা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে ৷
স্টেশন চত্বরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন লোকমান্য তিলক টার্মিনাসে অতিরিক্ত রেল পুলিশ ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
রাজ্যে করোনার দাপট বাড়ায় মঙ্গলবারই একগুচ্ছ কঠোর নির্দেশাবলী ঘোষণা করেছিল উদ্ধব ঠাকরে সরকার ৷ যা আগামী ১৫ দিন গোটা রাজ্যে বহাল থাকবে ৷ নয়া নির্দেশাবলী কার্যকর হবে আজ বুধবার রাত আটটা থেকে ৷ বলবৎ থাকবে ১ মে সকাল সাতটা পর্যন্ত ৷ তবে যাবতীয় জরুরি পরিষেবা এই নির্দেশাবলীর আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে ।

Advt

Previous articleকোন ৪ রাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে গেলে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট?
Next articleটিকা নেওয়ার এক সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত আশুতোষ রানা