ভোটের আগে আচমকাই বদল হল উত্তর দিনাজপুরের বিজেপি সভাপতির। কেন বিধানসভা ভোটের মধ্যে আচমকাই বদল হল বিজেপির জেলা সভাপতির তা নিয়ে উঠছে প্রশ্ন।

আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুরের বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে বিজেপিতে এমন রদবদল নজর কেড়েছে সব দলেরই। বিশ্বজিৎ লাহিড়ীর পরিবর্তে বাসুদেব সরকারকে বিজেপির নতুন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া কথা বলা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-বঙ্গে ভোট প্রচারে ‘দলিত তাস’ খেলার চেষ্টা নাড্ডার, ‘মেরুকরণের রাজনীতি’র নিন্দা সৌগতর

জানা যাচ্ছে, বাসুদেব সরকার রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত। দলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতেই দেবশ্রীই এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
উল্লেখ্য, সোমবার বিকেলে হেমতাবাদে রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন মহারাজাহাট লাগোয়া ময়দানে জনসভা করার সময় মঞ্চে শাহের পাশে সভাপতি হিসেবে ছিলেন বিশ্বজিৎ লাহিড়ী। জানা যাচ্ছে, মঙ্গলবার ইসলামপুরে রোড শো করার আগেই বিজেপি জেলা সভাপতি পরিবর্তনের নির্দেশ আসে।
