Tuesday, November 11, 2025

করোনার জীবাণু বায়ুবাহিতই, নয়া তথ্য দিলেন বিজ্ঞানীরা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা বিশ্ব। ভারতে হু হু করে বাড়ছে সংক্রমণ। কোনওভাবেই রাশ টানতে পারছেন না গবেষক থেকে শুরু করে চিকিৎসকরা। ভাইরাসের উৎস জানলেও কীভাবে ছড়াচ্ছে এই মারণ ভাইরাস, তার উত্তর এখনও নেই কারোর কাছেই। এর মধ্যেই আন্তর্জাতিক এক জার্নাল, ‘ল্যানসেট’-এ প্রকাশিত হল কোভিড ভাইরাস সম্পর্কীয় এক নয়া তথ্য। এতদিন গবেষকরা দাবি করেছিলেন, কোভিড-১৯ এর জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাস বায়ুবাহিত নয়। কিন্তু সেই দাবি উড়িয়ে এই জীবাণু বায়ুবাহিতই বলেই জার্নালে দাবি করেছেন বিজ্ঞানীরা। এমনকি তার বেশ কিছু প্রমাণ ইতিমধ্যে পেয়েছেন বিজ্ঞানীরা।

করোনা সংক্রান্ত এই গবেষণায় আন্তর্জাতিক স্তরের ছয় বিজ্ঞানী যুক্ত রয়েছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং এই দলির প্রধান ট্রিশা গ্রিনহল জানিয়েছেন, এই দাবির পিছনে ১০টি কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। তাঁদের বক্তব্য, জীবাণুটি বায়ুবাহিত হওয়ার পক্ষেই প্রমাণ বেশি।
বিজ্ঞানীরা জানিয়েছেনঃ
১) পাশের ঘরে কেউ আক্রান্ত হলে, তার মুখোমুখি না হয়েও করোনা আক্রান্ত হচ্ছেন অনেকেই ।
২) বাইরের তুলনায় ঘরের ভিতরে থাকা আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।
৩) সুপার-স্প্রেডার ঘটনাগুলির ক্ষেত্রে মানুষের আচরণ, কোন ক্ষেত্রে ঘটেছে, ঘরের ভেন্টিলেশন ব্যবস্থা, এসব খতিয়ে দেখা হয়েছে। তাতে স্পশট শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে নির্গত জলকণা বা ড্রপলেটসের মাধ্যমে ভাইরাস ছড়ানো অসম্ভব।
৪) আক্রান্তদের ৩৩ থেকে ৫৯ শতাংশই উপসর্গহীন। সেক্ষেত্রে কীভাবে রোগ ছড়াচ্ছে।
৫) হাসপাতাল কর্মীরা পিপিই পরেও আক্রান্ত হচ্ছেন।
৬) কোভিড হাসপাতালের এয়ার ফিল্টারে ভাইরাস পাওয়া গিয়েছে।
৭) কোভিড আক্রান্তের ঘরের বাতাসে ভাইরাস মিলেছে।
8) খাঁচা-বন্দি প্রাণীরা এয়ার ডাক্ট থেকে সংক্রমিত হচ্ছে।
৯) ড্রপলেটস-এ ভাইরাস ছড়ানোর বিশেশ প্রমাণ নেই।
১০) কোনও গবেষণা এ পর্যন্ত ভাইরাসটি বয়ু বাহিত না হওয়ার পক্ষে প্রমাণ মেলেনি।

Advt

spot_img

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...