Sunday, November 16, 2025

মৃত্যু হলেও ৫০ লক্ষের বিমা বন্ধ করোনা যোদ্ধাদের, “অমানবিক” সিদ্ধান্ত মোদি সরকারের

Date:

Share post:

কথা দিয়েও তা রাখেন না। সব প্রতিশ্রুতি “জুমলা”, দীর্ঘদিন ধরে বিরোধীদের এমন অভিযোগে বিদ্ধ নরেন্দ্র মোদি (Narendra Modi)ও তাঁর সরকার। এবার ফের অভিযোগই যেন প্রমাণ হতে চলেছে। এখন থেকে মহামারির (Pendamic) বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা কোভিড যোদ্ধারা (Movie Warriors) আর কেন্দ্রের ঘোষিত ৫০ লক্ষের বিমা (Corona Insurance) পাবেন না। করোনা যোদ্ধার মৃত্যু ঘটলে পরিবার নুন্যতম সাহায্য থেকে বঞ্চিত হবেন।

প্রসঙ্গত, গত বছর লকডাউনের পর চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমার প্রকল্প চালু করেছিল কেন্দ্র। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের (Pradhan Mantri Garib Kalyan Package) আওতায় এই বিমা পরিষেবা চালু করা হয়েছিল। এবার তা বন্ধ করা হলো। করোনা মোকাবিলায় লড়াইয়ে কোনও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে দেওয়া হত ৫০ লক্ষ টাকা সাহায্য। নিকাশি কর্মী ও আশা কর্মীদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, এখনও পর্যন্ত গোটা দেশে মোট ২৮৭ জন করোনা যোদ্ধার পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে। তবে, এবার থেকে আর সেই সাহায্য পাবে না মৃত করোনা যোদ্ধাদের পরিবার।

গত বছর, অর্থাৎ ২০২০ সালের ৩০ মার্চ থেকে প্রথমে ৩ মাসের জন্য এই বিমা চালু হয়। পরে মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের ২৪ মার্চ করা হয়। অর্থাৎ, ২৪ মার্চের আগে কোনও করোনা যোদ্ধার মৃত্যু হলে তাঁর পরিবার বিমার টাকা পাবেন। এবং ২৪ এপ্রিল পর্যন্ত নথি জমা করা যাবে। তারপর থেকে আর এই সুবিধা মিলবে না।,

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সম্প্রতি রাজ্যেগুলির মুখ্যসচিবদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জীবনবিমা প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। তবে নতুন করে করোনা যোদ্ধাদের জন্য পরিকল্পনা করা হচ্ছে কেন্দ্রের তরফে তেমনটাই জানিয়েছেন। কিন্তু এই ভয়ঙ্কর করোনা কালে নতুন প্রকল্প ঘোষণার আগে বিমার মেয়াদ না বাড়িয়ে কেন্দ্রের এমন সিদ্ধান্তকে “অমানবিক” বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Advt

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...