Friday, August 29, 2025

ব্যবসায়ীকে অপহরণের চেষ্টায় গ্রেফতার ৬ দুষ্কৃতী, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

Date:

Share post:

কোচবিহারে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টায় গ্রেফতার হল ছ’জন দুষ্কৃতী।গোপনসূত্রে খবর পেয়ে আজ, সোমবার অভিযুক্তদের দিনহাটার এক বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, অভিযুক্তদের মধ্যে ২ জন উত্তরপ্রদেশ ও অসমের বাসিন্দা। বাকি সকলেরই বাড়ি কোচবিহারে। অভিযুক্তদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের কাজ চলছে। কী কারণে তারা ওই ব্যবসায়ীকে অপহরণ করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। কিন্তু নির্বাচনের মাঝেই অপহরণের ছক কষে কোচবিহারের এক ব্যবসায়ীকে উধাও করার  চেষ্টা করে একদল দুষ্কৃতী। অপহরণের জন্য দিনহাটার ভরত কলোনী এলাকায় একটি ভাড়া বাড়িতে ছিল তারা।  আজ, সোমবার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে এলাকায় পৌঁছোয় পুলিশ। এরপর হাতেনাতে তাদের গ্রেফতার করে তারা। এছাড়াও তাদের কাছ থেকে দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ন’টি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে মাদকজাত দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কোচবিহার শহরের কেশব রোড রাজপ্রাসাদের বিপরীতে একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীকে অপহরণের ছক কষেছিল অভিযুক্তরা। স্থানীয় অভিযুক্তরা বাকি দুই অভিযুক্তকে উত্তরপ্রদেশ ও অসম থেকে ডেকে আনে।

গ্রেফতারের পর  অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন কোচবিহারের পুলিশ সুপার দেবাশিষ ধর। তিনি আরও জানান, অভিযুক্তদের অপহরণের পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা তা জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে৷ তারা  বড় ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল বলেই মনে করছে পুলিশ।

Advt

 

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...