Tuesday, January 13, 2026

মুখ্যমন্ত্রীকে নয়, করোনা নিয়ে সরাসরি ধনকড়কে চিঠি দিব্যেন্দু’র, ফের জল্পনা

Date:

Share post:

অধিকারী-পরিবারের বাকি রাজনীতিকরা বিজেপিতে যোগ দিলেও এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikary)৷

অথচ দিব্যেন্দু মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) এড়িয়ে করোনা (CORONA) সংক্রমণ রুখতে সরাসরি রাজ্যপালকে (Jagdeep Dhankar) চিঠি দিলেন ৷ ভোটের আবহে এই ঘটনা নতুন জল্পনা সৃষ্টি করেছে৷

রাজ্যজুড়ে ভোট চলছে। ওদিকে সংক্রমণ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে৷ সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী৷ টুইটবার্তাও দিয়েছেন৷ সেই পরিস্থিতিতে তমলুকের তৃণমূল সাংসদ রাজ্যপালকে লেখা এক চিঠিতে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই ফিরে এসেছে। শিশু-সহ হাজার হাজার প্রাণও কেড়ে নিতে করোনা সক্রিয় হয়েছে। বয়স্কদের জন্য টিকা সরবরাহ করে সংক্রমণ রুখতে যথাসাধ্য চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তবে মহাকুম্ভ এবং রমজান উপলক্ষ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি”৷

আরও পড়ুন-বিজেপির অসম মডেলের পর্দাফাঁস ডি-নোটিশে, বাংলাতেও একই ফন্দি?

রাজনৈতিক মহলের বক্তব্য, এই চিঠি সহজেই মুখ্যমন্ত্রীকে লিখতে পারতেন দিব্যেন্দু৷ কিন্তু তা না করে পরিকল্পিতভাবেই তিনি চিঠি দিয়েছেন রাজ্যপালকে৷ ফলে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। একজন সাংসদ হিসাবে রাজ্যপালের কাছে এই অনুরোধ তিনি জানাতেই পারেন। কিন্তু এখনও দলে থাকা সত্ত্বেও দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীকে এড়িয়ে যেভাবে রাজ্যপালকে চিঠি লিখেছেন, তাতে নির্দিষ্টভাবেই বার্তা দিলেন, তিনি আর তৃণমূলের সঙ্গে নেই৷

প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোটের লড়াই শেষ হতেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে চিঠি লিখেছিলেন দিব্যেন্দু।
ওই এলাকার শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করেই জেলাশাসককে ওই চিঠি দিয়েছিলেন তিনি৷ আর্জি জানিয়েছিলেন নন্দীগ্রামে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আর এখন সংক্রমণ রুখতে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ না জানিয়ে দিব্যেন্দু রাজ্যপালের কাছে চিঠি দিলেন। কেন নেত্রীকে এড়িয়ে এই কাণ্ড তিনি করেছেন, তার কোনও ব্যাখ্যা এখনও দেননি তিনি।

Advt

spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...