Thursday, August 21, 2025

চির ঘুমের দেশে শ্রাবণ, শোকপ্রকাশ করলেন কুমার শানু-নাদিম-মাধুরী

Date:

Share post:

‘নাদিম-শ্রাবণ’এর পথচলা শুরু সত্তরের দশকে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন শ্রাবণ। বৃহস্পতিবার রাতে সেই লড়াই থামে। মৃত্যু হয় সুরকার শ্রাবণ রাঠোরের। বয়স হয়েছিল ৬৭।

নাদিম-শ্রাবণ কাজ শুরু করেছিল ভোজপুরী ছবির মাধ্যমে। ১৯৭৭ সালে মুক্তি পায় ‘দঙ্গল’, যেখানে নাদিম-শ্রবণের সুরে গান গেয়েছিলেন মান্না দে। হিন্দি ছবিতে এই জুটির সফর শুরু করেছিল ১৯৮১ সালে। ‘মেয়নে জিনা শিখলিয়া’ ছবির সঙ্গে শুরু হয়েছিল এই জুটির বলিউড সফর। ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি’। কুমার শানুর কন্ঠে ‘বস এক সনম চাহিয়ে আশিকিকে লিয়ে’ যা আজও হিট।

শ্রাবণের মৃত্যুর খবর পাওয়ার পরেই নাদিমের সঙ্গে যোগাযোগ করেছিল মুম্বইয়ের এক সংবাদসংস্থা। কান্নায় ভেঙে পড়েছেন নাদিম। তিনি বলেন,”এমনই এক পরিস্থিতির মধ্যে আছি যে তাঁর পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না। আমার ভাইকে শেষ বারের মতো দেখতে পারলাম না। একসঙ্গে বড় হয়েছি আমরা। কোনও দিন যোগাযোগ বিচ্ছিন্ন হইনি। সে আর নেই।”

আরও পড়ুন-কর্ণাটকে ফুটপাতে রোগী, করোনায় দেশকে ডোবালেন মোদি

সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গায়ক কুমার শানু। তিনি জানিয়েছেন,তাঁদের দীর্ঘ দিনের সম্পর্ক। একসঙ্গে বহু কাজ করেছেন তাঁরা। গুলশান কুমার তাঁর সঙ্গে নাদিম-শ্রাবণের আলাপ করিয়েছিলেন। বাপ্পি লাহিড়ি এবং নাদিম-শ্রাবণের সঙ্গে কাজ করে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি। খুব ভালো গান শেখাতেন তাঁরা। প্রোগ্রামিং-এর দিকে নাদিম-শ্রাবণ স্ট্রিং বাদ্যযন্ত্র বেশি ব্যবহার করত। বেশিরভাগ ক্ষেত্রেই গিটারের মতো আরো অন্যান্য স্ট্রিং বাদ্যযন্ত্র এই জুটি ব্যবহার করত। যাঁর জন্য ওঁদের গানে-মিউজিকের মধ্যেও মেলোডি থাকত।

কুমার শানুর বলেন, ‘শ্রাবণ জি খুব নরম সুরে কথা বলতেন। কোনো দিনও রাগতে দেখিনি তাঁকে। খুব সম্মান দিয়ে কথা বলতেন।”

শ্রাবণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত। তিনি ট্যুইট করে লিখেছেন, “আপনার কালজয়ী সুরগুলির মাধ্যমে আপনার নাম চিরকাল বেঁচে থাকবে।”

Advt

spot_img

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...