করোনা (Corona) যুদ্ধে এবার আর্থিক সাহায্যে এগিয়ে এলেন শ্রীবৎস গোস্বামী( shreevats goswami)। এদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ৯০ হাজার টাকার অনুদান তুলে দিলেন তিনি। অক্সিজেনের অভাব মেটাতেই এই পদক্ষেপ নিলেন বাংলার এই ক্রিকেটার। টুইট করে নিজেই জানালেন এই কথা।

এদিন টুইটারে শ্রীবৎস লেখেন,” অনেক স্বেচ্ছাসেবী সংস্থা বা সংগঠন নানা ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সবচেয়ে জরুরি অক্সিজেনের যোগান নিশ্চিত করা। একটি স্বেচ্ছাসেবী সংস্থা অক্সিজেন কনসেনট্রেটর কেনার উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি আমার সাধ্যমত অর্থ দিলাম। সকলেই এদের পাশে থাকুন। সবাই মিলে আমরা এই প্রতিবন্ধকতাকে জয় করব।”
Several verified/legit NGOs like the @Hemkunt_Fdn are doing their bit during this crisis ,@donatekart helps you to reach them,I have done my bit.Requesting people who can afford please reach out and help as much as you can . We are in this together 🙏 pic.twitter.com/DI6fDM740K
— Shreevats goswami (@shreevats1) April 28, 2021
চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলে রয়েছেন শ্রীবৎস গোস্বামী। করোনার এই দ্বিতীয় ডেউয়ে, সবাইকে সচেতন এবং সুস্থ থাকার পরামর্শ দেন শ্রীবৎস।

আরও পড়ুন:পিএসজির বিরুদ্ধে ২-১ গোলে জয় ম্যানসিটির
