Saturday, December 20, 2025

ইলামবাজারে বিক্ষোভের মুখে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ, কলকাতায় কল্যাণ, মীনাদেবীর গাড়ি লক্ষ্য করে ‘বাজি’

Date:

Share post:

সকাল থেকেই উত্তপ্ত বীরভূমের ইলামবাজার এলাকা। বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়ে আক্রমণের মুখে পড়লেন বোলপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। জায়গায় জায়গায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ, প্রচুর তৃণমূল কর্মী লাঠি, বাঁশ নিয়ে তাড়া করেন তাঁকে। তাঁর গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বিজেপি-র দাবি, কোনও মতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন দলীয় প্রার্থী। পাল্টা তৃণমূলের তরফে জানানো হয়, অনির্বাণই অশান্তিতে প্ররোচনা দেন। বিজেপির হামলায় তৃণমূলের ৪ কর্মী আহত হয়েছেন বলেও দাবি শাসক শিবিরের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় বোলপুর।

অন্যদিকে, মানিকতলার বুথে ব্যাপক উত্তেজনা। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। চলে গো ব্যাক স্লোগান। চৌবেকে ‘হেনস্থা’র অভিযোগও উঠেছে। অভিযোগ, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ধাক্কা দেওয়া হয়, চলে হাতাহাতি। চৌবে হাতে চোট পেয়েছেন বলে জানান। বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল দাবি করেছে, সেখানে ঝামেলা করতে এসেছেন বিজেপি প্রার্থী। কল্যাণ চৌবে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, এখানে ভোটগ্রহণ প্রক্রিয়া মন্থর করে দিয়েছে। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তাঁকে নিগ্রহ করেছে বিজেপির লোকজন। তৃণমূল প্রার্থী সাধন পান্ডের অভিযোগ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে মারধর করা হয়েছে। কল্যাণ চৌবে ভোটারদের প্রভাবিত করছেন, অভিযোগ তৃণমূলের। কল্যাণ চৌবের গুরুতর অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রাণহানির আশঙ্কা করছেন।

আরও পড়ুন-ভোটের মধ্যেই তারাপীঠে পুজো দিলেন সিআরপিএফ আধিকারিক, ঘটনার রিপোর্ট তলব কমিশনের

পাশাপাশি, কলকাতায় মহাজাতি সদনের সামনে ‘বোমা’র ঘটনায় জোড়াসাঁকো কেন্দ্রের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের দাবি, তাঁর গাড়ি লক্ষ্য করেই বোমা ছোঁড়া হয়েছে। তাঁকে খুনের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। এলাকাবাসীকে আতঙ্কিত করতে একাজ করেছে তারা। তবে প্রাথমিক তদন্তের পর মুখ্য নির্বাচন কমিশনের দফতরের তরফে জানানো হয়েছে, বোমা নয় নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয়ে থাকতে পারে। একাজ যারা করেছে তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তাদের ধরতে চলছে তল্লাশি।

Advt

spot_img

Related articles

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সবার অধিকার: #Sebaashray2 শিবির ঘুরে রোগী ও চিকিৎসকদের বার্তা অভিষেকের

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ (Sebaashray) চালু করেছিলেন তৃণমূলের (TMC)...

বাংলাদেশের অশান্তির আঁচ এবার ক্রিকেট মাঠে! অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাড়ছে বিপিএল বাতিলের সম্ভাবনা

অশান্তি আর নৈরাজ্যের বাংলাদেশে সংবাদমাধ্যমের অফিস থেকে সাংস্কৃতিক কেন্দ্রে আক্রমণের পর এবার কি উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে...

বিজয় হাজারে ট্রফির প্রস্তুতিতে সমস্যা বাড়ল বাংলা দলের

বিজয় হাজারে ট্রফি জয়ের লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। কিন্তু প্রথম দিন মাঠে যেতেই সমস্যার সম্মুখীন হতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬...