কার দখলে যেতে চলেছে নবান্ন? শুরু হয়ে গেল ভোটগণনা। ঘড়ির কাঁটা ৮ টার ঘরে পৌঁছাতেই শুরু হয়ে গেল ২৯২টি আসনে ভোটগণনা। প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট ও পরে সকাল সাড়ে ৮টা থেকে শুরু ইভিএমের গণনা। রাজ্যে ২৯২টি আসনে জন্য রাজ্য জুড়ে ১০৮টি গণনাকেন্দ্র তৈরি করা হয়েছে। গণনাকেন্দ্রগুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি বাহিনী। করোনা আবহে প্রতিটি গণনাকেন্দ্রেই নজর রাখা হয়েছে স্বাস্থ্যবিধির ওপরেও।

আরও পড়ুন- ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, জেলাগুলিকে সতর্ক করল রাজ্য প্রশাসন

