Monday, August 25, 2025

হার নিশ্চিত বুঝেই দশদিন আগে ‌নিরুদ্দেশ হন শাহ

Date:

Share post:

কণাদ দাশগুপ্ত

কণাদ দাশগুপ্ত: ‘আর কোনও আশা নেই’, এটা বুঝেই সম্ভবত দিনদশেক আগে মাঠ ছেড়ে বেরিয়ে যান বাংলার বিরুদ্ধে ‘খেলতে’ নামা গেরুয়া টিমের ‘ক্যাপ্টেন’ অমিত শাহ৷

কমিশনের নতুন জারি করা সভা-বিধিকে হাতিয়ার করে এ রাজ্যে কোনও প্রচার সভা করতে শাহ কার্যত অস্বীকার করেন৷ জানিয়েছিলেন, বাংলায় আর কোনও সভা করবেন না৷ ভার্চুয়াল সভা অন্তত করতে পারতেন তিনি, প্রধানমন্ত্রী শুক্রবার যেমন করেছেন৷ সে পথেও যাননি সেনাপতি৷ এজেন্সি রিপোর্ট ততক্ষণে শাহকে জানিয়ে দেয়, বাংলায় পদ্ম ফুটছে না৷

দায় এড়াতে আরও একটি কাজ তখন তিনি করেছিলেন৷ শেষ দু’‌দফার ভোট শাহ ছেড়ে দেন রাজ্য নেতৃত্বের হাতেই৷ বাংলা-দখলের খেলায় বঙ্গ-বিজেপিকে প্রথম দিন থেকে ‘দুধে-ভাতে প্লেয়ার’ হিসাবে মোদি- শাহ গণ্য করেছেন৷ এর কারন, দিল্লি জানে, বাংলায় তাঁদের দলের ‘প্লেয়ার’ -দের দৌড় কতখানি৷ জানে বলেই ‘বড়’ ম্যাচে স্রেফ দর্শক হিসাবে রাখা হয় বঙ্গ-বিজেপিকে৷ প্রার্থী বাছাই থেকে প্রচারের ধরন, কমিশন থেকে টাকা, সবকিছুই দিল্লির হাতে, বঙ্গ-টিম শুধু দেখেছে৷ এ সব জানার পরেও শেষ দু’দফার ৭১ আসনের ভোটের দায়িত্ব রাজ্য নেতাদের হাতে ছাড়ার অর্থ একটাই, দিল্লি নিশ্চিত হয়েছে, এই ‘ম্যাচ’ হাতছাড়া হয়ে গিয়েছে, আর ঘাম ঝরিয়ে লাভ নেই৷

২০২০ সালের দিল্লি বিধানসভা ভোটেও বিজেপি এমন তেড়েফুঁড়েই নেমেছিলো এবং শেষভাগে এসে মিইয়েও গিয়েছিলো৷ এখানেও প্রায় একই ছবি৷ শেষপর্যন্ত দিল্লিতে বিজেপির দখলে যায় মোট ৭০ আসনের মধ্যে ৮টি৷ বাংলায় ২০২১-এর ভোটে যত আসন বিজেপি পেয়েছে, ২০১৬-র ভোটে ৩ আসন পাওয়া এই দলের কাছে তা চমকপ্রদ ‘গ্রোথ’ ৷ আগামী ৫বছর এই সান্ত্বনা নিয়ে প্রতিটি দিন কাটাতে হবে নরেন্দ্র মোদি, অমিত শাহকে৷

মোটের উপর, রবিবার থেকে আর ‘ভালো’ নেই বিজেপি৷ ভোটপর্বের শুরুতে তৃণমূলের ভোট- স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজেপির আসনসংখ্যা তিন অঙ্ক, পেরোবে না৷ নির্বাচনের শেষলগ্নে বিজেপির ‘বডি- ল্যাঙ্গুয়েজ’-ই বলছে, সেদিন ঠিকই বলেছিলেন প্রশান্ত কিশোর ৷

আরও পড়ুন:পাহাড়ে ভোট কাটাকুটিতে বিজেপি ২, তামাংদের দখলে ১, কোণঠাসা গুরুং, কিশোর সাহার কলম

বিজেপি বরং এখনই ময়না তদন্তে নামুক, কেন এমন হলো ? খতিয়ে দেখুক, দলের বিশ্বস্ত আদিকর্মীদের ঘরে তুলে দিয়ে দলবদলু-দের সুয়োরানি বানানোর তথাকথিত ‘মাস্টারস্ট্রোক’ কতখানি আত্মঘাতী হলো !

Advt

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...