করোনা (Corona) কেড়ে নিল ক্রীড়া জগতের প্রান। বুধবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাজস্থানের রঞ্জি দলের ক্রিকেটার বিবেক যাদব( vivek yadav)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলস দলের সদস্য ছিলেন বিবেক।

বছর দুয়েক আগে লিভার ক্যান্সার ধরা পড়ে বিবেক যাদবের। কিছুদিন আগে কেমোথেরাপির জন্য হাসপাতালে গেলে, করোনায় আক্রান্ত হন বলে হাসপাতাল সূত্রের খবর।

২০১০-২০১১ সালে রাজস্থানের রঞ্জিজয়ী দলের সদস্য ছিলেন বিবেক। ফাইনালে বরোদার বিরুদ্ধে চার উইকেট নেন তিনি। ২০১২ দিল্লি ডেয়ারডেভিলস দলের সদস্য ছিলেল বিবেক। যদিও একটি ম্যাচও খেলেননি তিনি। ১৮ টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন বিবেক।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মে মাসেই উড়ে যেতে পারে কোহলিরা
