Friday, December 5, 2025

চাহিদা মেটাতে বারাসাত হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ । ক্রমেই বাড়ছে সংক্রমিতের সংখ্যা । অক্সিজেনের অভাবে প্রাণ হারাতে হচ্ছে করোনা আক্রান্ত রোগীকে । এই পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা দিনদিন বেড়ে চলেছে । চাহিদার তুলনায় অক্সিজেনের জোগান কম থাকায় সমস্যায় হাসপাতালগুলি । পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে কলকাতা শহর, শহরতলি এবং জেলার বেশিরভাগ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর । এবার সেই একই পথে হেঁটে বারাসত হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্য দফতর ।
স্বাস্থ্য দফতর সূত্রেজানা গিয়েছে, আজ শুক্রবার থেকে বারাসত জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু হয়েছে । এক সপ্তাহের মধ্যে শেষ হবে সেই কাজ । এরপর হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরাসরি পৌঁছে যাবে বিভিন্ন ওয়ার্ডে । এর ফলে করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি হাসপাতালের অন্যান্য রোগীরাও উপকৃত হবেন বলে মনে করছে জেলা স্বাস্থ্য দফতর।
বারাসত জেলা হাসপাতালে ৫০ বেডের কোভিড হাসপাতাল করা হয়েছে । সব বেড ভর্তি । কিন্তু আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেও করোনা আক্রান্তদের ভর্তি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ । কমপক্ষে ৭০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন বারাসত হাসপাতালে । আক্রান্তদের অনেকেরই শ্বাসকষ্ট থাকায় অক্সিজেনের চাহিদা দ্রুত বেড়ে গিয়েছে । এছাড়া হাসপাতালের অন্যান্য রোগীদের জন্যও চাহিদা রয়েছে অক্সিজেনের । সব মিলিয়ে বারাসত জেলা হাসপাতালে অক্সিজেনের চাহিদা আগের তুলনায় কয়েকগুণ বেড়ে গিয়েছে । এই মুহূর্তে প্রতিদিন হাসপাতালে গড়ে ২০০ সিলিন্ডার অক্সিজেনের প্রয়োজন রয়েছে । এতদিন বাইরের এজেন্সি দু’বেলা হাসপাতালে এসে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে যেত । কিন্তু ইদানিং করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রচুর পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হওয়ায় জোগানে কিছুটা হলেও ঘাটতি দেখা দিয়েছে । এই সমস্যা মেটাতেই বারাসত জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর ।

Advtআগামী সাতদিনের মধ্যে উৎপাদনও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে ।
এছাড়া উৎপাদিত অক্সিজেন ভর্তি করা যাবে সিলিন্ডারেও । বি এবং ডি সিলিন্ডার বোঝাই অক্সিজেনের জোগান দেওয়া হবে এই প্ল্যান্ট থেকে । বারাসত হাসপাতালের এই অক্সিজেন প্ল্যান্ট থেকে প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদিত হবে।
এই  বিষয়ে জেলার ডেপুটি সিএমওএইচ সৌমাভ দত্ত জানিয়েছেন , যুদ্ধকালীন তৎপরতায় বারাসত জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের কাজ চলছে । কয়েক দিনের মধ্যে অক্সিজেন উৎপাদনও শুরু হয়ে যাবে ৷ বারাসত জেলা হাসপাতাল ছাড়াও বনগাঁ, অশোকনগর, নৈহাটি, বরাহনগর, বলরাম হাসপাতাল এবং পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে জনস্বাস্থ্য কারিগরি দফতর তৈরি করবে অক্সিজেন প্ল্যান্ট ৷

spot_img

Related articles

মন্ত্রীর ছেলের পাশে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি শাহরুখ-পুত্রের, সমালোচনার মুখে আরিয়ান

মাদক কাণ্ডে বদলে গেছিল জীবন, তাই অভিশপ্ত অধ্যায় কাটাতে কিছুটা সময় নিভৃতে যাপন করেছিলেন বটে কিন্তু বিতর্কের সঙ্গে...

ঘরে বসে বিশ্বকাপ দেখবেন! জল্পনা বাড়ালেন মেসি

বছর ঘুরলেই ফুটবল বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও নামবে ফেভারিটের তকমা নিয়ে। তবে চর্চায় একজনই তিনি লিও মেসি(Messi)।...

প্রযুক্তিগত সমস্যায় রাজ্যে ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়ার গতি শ্লথ

কেন্দ্রের ফতোয়ায় সমস্যায় রাজ্যের ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ‘উম্মিদ’ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেকর্ড...

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আনন্দপুরের গুলশন কলোনির রংয়ের গুদাম

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) কলকাতার (Kolkata) বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশন কলোনিতে। শুক্রবার সকাল ১০ টা নাগাদ এলাকার একটি...