শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসাবে দেখা যেতে পারে দ্রাবিড়কে

শ্রীলঙ্কা ( sri lanka) বিরুদ্ধে ভারতীয় দলের ( india team)কোচ হিসাবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে( Rahul dravid) । এমনটাই জানা যাচ্ছে এক সূত্র মারফত। বিসিসিআই প্রেসিডেন্ট( bcci president) সৌরভ গঙ্গোপাধ্যায়( sorav ganguly) আগেই জানিয়ে ছিলেন, সম্পূর্ণ নতুন এক ভারতীয় দল পাঠানো হবে শ্রীলঙ্কা সিরিজে। আর সিরিজেই নাকি ভারতের কোচ হিসাবে দেখা যেতে রাহুল দ্রাবিড়কে। অনূর্ধ্ব-১৯ জাতীয় দল ও ভারত এ দলের হয়ে সাফল্য পেয়েছেন ‘দ‍্য ওয়াল’। এবার জাতীয় দলের হেড কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৩টি একদিনের ম্যাচ, ৩টি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে। ১৩ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ। সেই সময় বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট সিরিজ খেলবে ভারত। ইংল্যান্ডে সেই সময় বিরাটদের সঙ্গে থাকবেন কোচ রবি শাস্ত্রী ও তাঁর সহকারীরা। আর অন্যদিকে শ্রীলঙ্কা সফরে একদিনের ম্যাচ ও টি-২০ খেলতে যাবে ভারতেরই আরও একটি দল। আর সেই কারণেই বিসিসিআই, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর।

১৩, ১৬ এবং ১৯ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। টি-২০ ম্যাচ হবে ২২, ২৪ ও ২৭ জুলাই।

আরও পড়ুন:‘সুশীল কুমারের জন‍্য ভারতের কুস্তির মুখ পুড়ছে’, বললেন কুস্তি ফেডারেশনের সহ-সচিব

Advt