করোনায় নিজের ভাইকে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মৃত্যু হল মুখ্যমন্ত্রীর (Chief Minister) মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের (Ashim Bandopadhyay)। বয়স হয়েছিল ৬০ বছর।

পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে করোনা (Carona) আক্রান্ত ছিলেন অসীম। গত একমাস ধরে ভর্তি ছিলেন মেডিকা হাসপাতালে। সেখানেই শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। কোমর্বিডিটি থাকার কারণেই অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া।

কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত ছিলেন তিনি। থাকতেন ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট কালীঘাটের বাড়িতেই। এদিনই কোভিড প্রোটোকল মেনে নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হবে।

আরও পড়ুন:করোনার ছোবল কীভাবে? ‘গণদর্পণ’-এর পথিকৃৎ ব্রজর দেহ বিরল অটোপ্সিতে
