Tuesday, December 23, 2025

ভেড়ার পাল নিয়ে রাজভবনের গেটের সামনে অভিনব প্রতিবাদ

Date:

Share post:

অনেক ধরনের বিক্ষোভ দেখেছেন । কিন্তু কখনও ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখাতে দেখেছেন? অথচ বাস্তবে তাই ঘটল। প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে ভেড়ার পাল নিয়ে রাজভবনের গেটের সামনে অভিনব প্রতিবাদ বিক্ষোভের সাক্ষী থাকল শহর। রাজ্যপাল না, ভেড়ার পাল এই স্লোগান দিয়ে মঙ্গলবার রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখান সুমন মিত্র নামে এক ব্যক্তি ।
সোমবার রাজ্যের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করে সিবিআই । এই ঘটনার প্রতিবাদে উত্তাপ ছড়িয়েছে গোটা বাংলায় । এদিন রাজ্যপালের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ভেড়া নিয়ে বিক্ষোভ দেখান এই ব্যক্তি । যদিও পুলিশ দ্রুত সরিয়ে দেয় ওই বিক্ষোভকারীকে ৷

তার অভিযোগ, করোনা পরিস্থিতিতে কার্যত লকডাউনের সময় প্রতিহিংসার রাজনীতিতে ইন্ধন দিয়ে সাধারণ মানুষের জীবন সংকটে ফেলে দিয়েছেন রাজ্যপাল। একদল ভেড়া নিয়ে এসে বিক্ষোভ দেখান তিনি । রাজ্যপালকে ভেড়ার পালের সঙ্গে তুলনা করেন ।
সুমন বলেছেন, “রাজ্যপাল ভেড়ার পালের মতো কাজ করেছেন । যেখানে মানুষ অক্সিজেন পাচ্ছে না । হাসপাতালে ভর্তি হতে না পেরে বহু মানুষ মারা যাচ্ছেন । দিন আনা দিন খাওয়া মানুষরা বাড়ি থেকে বেরোতে পারছেন না । অনাহারে দিন কাটছে বহু গরীব মানুষের । এই পরিস্থিতির মধ্যে এইভাবে রাজ্যের মন্ত্রীদেরকে গ্রেফতার করা কখনওই ঠিক হয়নি । এইভাবে গায়ের জোরে গ্রেফতার করার ফলে করোনা পরিস্থিতি আরও সংকটজনক জায়গায় চলে যাচ্ছে । তিনি জানিয়েছেন, দোষীদের অবশ্যই বিচার হবে । কিন্তু তার জন্য আগে উপযুক্ত পরিস্থিতি থাকা দরকার । যেভাবে গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ অনৈতিক ৷
এর পাশাপাশি এদিন তিনি বলেন, ‘‘রাজ্যপালের এই হঠকারী সিদ্ধান্তের জন্য করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে । মন্ত্রীদের হঠাৎ করে গ্রেফতার করার জন্য মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন গতকাল । কোভিড প্রটোকল ঠিকমতো মানা হয়নি । উত্তেজিত জনতা রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এর ফলে করোনা আরও দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে । এইসবের জন্য একমাত্র রাজ্যপাল দায়ী ।

Advt

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...