Tuesday, November 4, 2025

কেন্দ্রীয় নিরাপত্তা নিতে অস্বীকার ১৫ বিজেপি বিধায়কের, উঠছে প্রশ্ন

Date:

Share post:

প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে অনুমান করে বিজেপির জয়ী সমস্ত বিধায়কের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার(Central security) ব্যবস্থা করা হলেও সে নিরাপত্তা নিতে অস্বীকার করলেন একাধিক বিজেপি বিধায়ক(BJP MLA)। বিজেপি সূত্রে জানা যাচ্ছে এই তালিকায় রয়েছেন প্রায় ১৫ জন বিধায়ক।

বর্তমানে নিশীথ প্রামাণিক ও জয়ন্ত সরকার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৫। নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর বিজেপি সূত্রে জানা গিয়েছিল, প্রত্যেক বিজেপি বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেবে দল। তবে প্রায় ১৫ জন বিধায়ক এই নিরাপত্তা নিতে অস্বীকার করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের(Dilip Ghosh) তরফে জানা গিয়েছে, যাদের নিরাপত্তা দরকার তারা আবেদন করেছিল। কিন্তু অনেকে আছেন যারা আবেদন করেননি। এই তালিকায় রয়েছেন এবারের নির্বাচনে বিজেপির সবচেয়ে গরিব প্রার্থী হিসেবে নজর কেড়ে নেওয়া চন্দনা বাউরিও(Chandana Bauri)। কেন্দ্রীয় নিরাপত্তা না নেওয়ার পেছনে দিলীপ ঘোষ যুক্তি দিয়ে আরও বলেন, আমাদের দলে এমন অনেক বিধায়ক রয়েছেন যারা নিরাপত্তা নিলেও বাড়িতে সিকিউরিটি রাখার মত জায়গা নেই। সাধারণ পরিবার থেকে উঠে আসা এমন অনেক বিধায়ক নিরাপত্তা নিতে চাননি। পাশাপাশি সন্ত্রাস কবলিত নয় এমন জায়গার বিধায়করাও নিরাপত্তা নিতে অস্বীকার করেছেন।

আরও পড়ুন:করোনায় প্রয়াত চিপকো আন্দোলনের নেতা পদ্মবিভূষণ সুন্দরলাল বহুগুনা

তবে কোচবিহার থেকে যে সমস্ত বিধায়করা এবার নির্বাচনে জয়ী হয়েছেন তারা প্রত্যেকে নিরাপত্তা নিয়েছেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কারণ ওই এলাকায় সন্ত্রাসের পরিবেশ রয়েছে। হিংসা ও সন্ত্রাস কবলিত এলাকার বিধায়ক করায় মূলত এই নিরাপত্তা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Advt

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...