বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্নিঝড় যশ। ‘অতি মারাত্মক ঘূর্ণিঝড়’এ পরিণত হচ্ছে যশ। শনিবার মৌসম ভবন জানিয়েছে, ২৬ মে এই ঝড় আছড়ে পড়বে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে। শনিবারই পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরের উপরে এই নিম্নচাপ তৈরি হয়েছে। শনিবার বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলির ডিএম এবং এসপি, কেন্দ্র ও রাজ্যের সমস্ত প্রবীণ কর্তাদের সঙ্গে পর্যালোচনা করেছেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন-তৃণমূলে ফিরতে চাই: সোনালীর পরে সরলা

এদিন মমতা টুইট করে জানিয়েছেন, সমস্ত সরকারি কর্তাকে নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে ঘূর্ণিঝড় ও বন্যার আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত রাখতে হবে। অবিলম্বে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য এবং উপকূলীয় ও নদীর তীরবর্তী এলাকাগুলির মানুষদের নিরাপদ এলাকায় দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রিম পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মৎসজীবীদের অবিলম্বে ফিরে আসার জন্য সতর্ক করা হয়েছে।”

মমতা আরও জানিয়েছেন, ‘যশ’ মোকাবিলায় একটি সর্বক্ষণের কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬ নম্বরে ফোন করে সেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে। এছাড়াও সরকারী কর্মীদের দ্রুত কাজে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী জোগানের নির্দেশ দিয়েছেন মমতা।
