Saturday, November 8, 2025

বিশ্বে করোনা ছড়িয়ে পড়ার বহু আগে সংক্রামিত হন উহানের ৩ গবেষক: চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

Share post:

গোটা বিশ্বে করোনা সংক্রমণ(coronavirus) ভয়াবহ আকার ধারণ করলেও, এই মুহূর্তে নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চিন। তবে চিন থেকে শুরু হওয়া এই অতিমারির অস্তিত্ব নিয়ে ফের অস্বস্তির মুখে পড়তে হলো শি জিনপিং(XI jinping) প্রশাসনকে। সম্প্রতি মার্কিন গুপ্তচর সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৯ সালের শুরুতেই উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির (WIV) ৩ জন গবেষক অজানা রোগে আক্রান্ত হয়ে পড়েন। কোভিডের মতোই উপসর্গ ছিল তাঁদের। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাদের। এই ঘটনার বহু পরে অতিমারির বিষয়টি প্রকাশ্যে আনে চিন প্রশাসন(China)।

প্রসঙ্গত, করোনার উৎস ঠিক কোথায় তা নিয়ে গবেষণা চললেও গোটা বিষয়টি এখনও আলাপ-আলোচনার স্তরেই। যার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমেরিকা, ব্রিটেন, নরওয়ে, কানাডার মত দেশগুলি অভিযোগ তুলেছে ইচ্ছাকৃতভাবে চিনকে আড়াল করছে হু। যদিও সে সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এরই মাঝে আমেরিকার জনপ্রিয় ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন গুপ্তচর সংস্থার একটি পুরনো রিপোর্ট তুলে ধরে এক প্রতিবেদন প্রকাশ করে। যে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ২০১৯ সালে উহানের তিনজন গবেষক এই ধরনের ভাইরাসে সংক্রামিত হয়ে হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন:জামিনে হাইকোর্টকে স্থগিতাদেশ কেন দিতে হলো? প্রশ্ন বিচারপতির, উত্তর দিলেন প্রধান বিচারপতি

উল্লেখ্য, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সরকারের সময় থেকেই চিনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে আমেরিকা। তৎকালীন সময়ে আমেরিকার তরফের স্পষ্ট ভাবে জানানো হয় উহানের গবেষণাগারই করোনার উৎস স্থল। এবং চিন গোটা বিষয়টি ধামাচাপা দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। তবে ডোনাল্ড ট্রাম্পের রাস্তা ধরে একই অবস্থানে জো বাইডেন সরকারও। গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের তরফে। চিনে যে এই ভাইরাসের উৎপত্তি তা নিয়ে কার্যত নিশ্চিত আমেরিকা। একই দাবিতে সরব হয়েছেন আমেরিকার শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফৌসি। যদিও এ প্রসঙ্গে চিনের তরফে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারি মাসেই হুর সদস্যরা গবেষণাগার ঘুরে গিয়েছেন এবং এখান থেকে ভাইরাস ছড়ানোর অভিযোগ খারিজ করেছেন।

Advt

spot_img

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...