Saturday, January 31, 2026

নয়া তথ্যপ্রযুক্তি আইন নিয়ে কী বলল টুইটার?

Date:

Share post:

ডিজিটাল মাধ্যমে প্রকাশিত সমস্ত বিষয়ে সরকারি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই সক্রিয় হয়েছে মোদি সরকার (modi govt)। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া মাধ্যমকে এই বিষয়ে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। তাতে জানানো হয়েছে, নতুন বিধি মেনে চলা হচ্ছে কিনা তা দেখার জন্য একজনকে ‘কমপ্লেনস অফিসার’ হিসেবে নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে। সাইটে কোনও আপত্তিকর কনটেন্ট রয়েছে কিনা, তা দেখার এবং প্রয়োজনে সেগুলি সরানোর দায়িত্বে তিনি থাকবেন। সরকারের এই সক্রিয়তাকে ইতিমধ্যেই বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ বলে ক্ষোভ প্রকাশ করেছে টুইটার (tweeter)। সংস্থার বক্তব্য, গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা তাদের অগ্রাধিকার। যদিও এই বক্তব্যকে খারিজ করে কেন্দ্র বলেছে, প্রতিটি দেশে নির্দিষ্ট আইনকানুন থাকে। ব্যবসা করতে গেলে সেসব মানতেই হবে। আর কেন্দ্রের উদ্দেশ্য, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং ভুয়ো খবর ছড়িয়ে অস্থিরতা তৈরি করলে তা চিহ্নিত করা।

টুইটার কর্তৃপক্ষের সঙ্গে চলতি বিতর্কের মধ্যেই নয়া তথ্য-প্রযুক্তি আইন নিয়ে সাধারণ গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার ট্যুইটারেই একাধিক বার্তা পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সেখানে তিনি লিখেছেন, অপরাধের উৎস সন্ধানে নয়া নিয়ম লাগু হয়েছে। সাধারণ হোয়াটসঅ্যাপ গ্রাহকদের নেট নজরদারি নিয়ে ঘাবড়ানোর কোনও কারণ নেই। নয়া আইনে গ্রাহকদের ক্ষোভ দায়েরের একটা অংশ জোড়া হয়েছে। তবে এই সুযোগের অপব্যবহার করে যাতে বেআইনি কাজ না হয় সেটা নিশ্চিত করাই লক্ষ্য। তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় অনেক সাধারণ গ্রাহক অপরাধ ও হেনস্থার শিকার হয়ে থাকেন। সেই প্রবণতা রুখতেই এই আইন কার্যকর করা হয়েছে। ভারত সরকার নাগরিকদের গোপনীয়তা রক্ষায় বদ্ধপরিকর।

এদিকে, ভারতের নয়া তথ্যপ্রযুক্তি আইন সম্পর্কে টুইটার কর্তৃপক্ষ বৃহস্পতিবার কিছুটা নমনীয় অবস্থান নিয়ে জানিয়েছে, তারা ভারতের তথ্যপ্রযুক্তি আইন সংশোধনের সাম্প্রতিক প্রক্রিয়া সম্পর্কে অবহিত। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও নয়া আইন মেনে চলার বার্তাও দেওয়া হয়েছে টুইটারের তরফে।

আরও পড়ুন- রাজ্যের সঙ্গে এবার সংবাদ মাধ্যমকেও এক হাত নিলেন দিলীপ


Advt

spot_img

Related articles

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...

ফাইনালে ধরাশায়ী সাবালেঙ্কা, বদলার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন রায়বাকিনা

বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian...

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের

মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra...