কলকাতার রাস্তায় চলল গুলি। স্বর্ণ ব্যবসায়ী এবং তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হল বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছ সিঁথির শম্ভুনাথ দাশ লেনে। ওই স্বর্ণ ব্যবসায়ী সেই সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে তাঁর এক আত্মীয়র সঙ্গে কথা বলছিলেন। সেই সময় দু’জন দুষ্কৃতী তাঁর গলায় সোনার চেন, হাতে ব্রেসলেট ছিনতাই করে। সেই সময় ওই ব্যবসায়ী পরিবারের আরও সদস্যদের চিৎকার করে ডাকেন। তাঁরা বাইরে বেরিয়ে আসার পরই তাঁদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ছিনতাইবাজরা। তারপর সেখান থেকে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন-করোনা সংকটের মধ্যেও রাজ্যজুড়ে কর্মবিরতিতে মধ্যপ্রদেশের ৩০০০ জুনিয়র চিকিৎসক

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরানগর থানার পুলিশ। এই ঘটনায় কারো প্রাণহানি হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইবাজদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
