Tuesday, August 26, 2025

‘ঋণের তুলনায় বেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে’, নিজেকে ‘জালিয়াত’ মানতে নারাজ মালিয়া

Date:

Share post:

ঋণখেলাপিতে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার(Vijay Mallya) বিপুল সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। সম্প্রতি অর্থপাচার প্রতিরোধ আইনে বিশেষ আদালতের পৃথক দুটি রায়দানের ফলে ইডির(ED) বাজেয়াপ্ত করা বিজয় মালিয়ার ৫,৬৪৬.৫৪ কোটি টাকার সম্পত্তি বিক্রি করার পথে হাঁটতে চলেছে ১৭টি ব্যাঙ্কের কনসোর্টিয়াম। ইতিমধ্যেই এসবিআই-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম সেই সম্পত্তির উপর থেকে অ্যাটাচমেন্ট তোলার আবেদন করে। তাতে ইডি কোনও আপত্তি করেনি। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর সরব হতে দেখা গেল খোদ বিজয় মালিয়াকে। এক টুইটে তিনি দাবি করলেন, যত টাকা তিনি ঋণখেলাপি করেছেন তার তুলনায় অনেক বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

ঋণখেলাপিতে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে বারবার ‘জালিয়াত’ হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। এই জালিয়াত মন্তব্যের প্রতিবাদ জানানোর পাশাপাশি সম্প্রতি এক টুইটে বিজয় মালিয়া লেখেন, “টিভিতে দেখছি বারবার আমার নামের আগে জালিয়াত বিশেষণ উল্লেখ করা হচ্ছে। কিন্তু এটা কি কেউ মানছে না কিংফিশার এয়ারলাইন্সের ধারের তুলনায় আমার অধিক সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে? একাধিকবার প্রকাশ্যে আমি কি এ কথাটা বলিনি যে আমি ১০০ শতাংশ ঋণ শোধ করে দেব? এখানে জালিয়াতি কোথায়?”

উল্লেখ্য, ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া দীর্ঘদিন ধরে ব্রিটেন বসবাস করছেন। ইতিমধ্যে তাঁর প্রত্যার্পণের চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। একাধিকবার সেই বিষয়ে কাজ এগোলেও একাধিক মামলায় মালিয়ার প্রত্যার্পণ সম্ভব হচ্ছে না। এর মধ্যে গতবছর বিজয় মালিয়া জানান, তিনি সমস্ত ঋণ ফিরিয়ে দিতে চান। অহেতুক তাঁকে অভিযুক্ত করা হচ্ছে। এই কথা বললেও সেই বিষয় পদক্ষেপ করতে দেখা যায়নি মালিয়াকে।

Advt

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...