Sunday, November 2, 2025

শাহের আস্ফালন: বিশেষজ্ঞদের উদ্বেগ উড়িয়ে বললেন, মোদির নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

একবারেও শিক্ষা হয়নি! ফের করোনা পরিস্থিতি জয় করে নেওয়ার আস্ফালন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসে গিয়েছে। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সংক্রমণ একটু কমলেও দেশে যখন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লক্ষাধিক, পর্যাপ্ত টিকা অমিল, তখন খোদ কেন্দ্রীয় মন্ত্রীর এই ঘোষণায় ফের সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ফেব্রুয়ারিতেও ঠিক এভাবেই করোনা জয় করে নেওয়ার কৃতিত্ব দাবি করেছিল মোদি সরকার। তারপর এপ্রিলে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বেআব্রু হয়ে যায় স্বাস্থ্যব্যবস্থা। এবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মসন্তুষ্টির পিছনে দায়িত্বজ্ঞানহীনতা রয়েছে বলে মনে করছেন অনেকেই। বিশেষত, দেশের সব মানুষকে টিকা দেওয়ার নীতি নিয়েই যখন প্রবল অস্পষ্টতা রয়েছে।

ঠিক কী দাবি করেছেন অমিত শাহ (Amit Shah)? মোদির প্রধান সেনাপতি বলেন, সাহস ও সঠিক পরিকল্পনার জোরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) মোকাবিলা করতে সক্ষম হয়েছে ভারত (India)। শুধু তাই নয়, করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা একেবারে ‘নিয়ন্ত্রণ’ (Controlled) করে ফেলেছে ভারত। সেইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বেই একাজ সফল করতে সক্ষম হয়েছে দেশবাসী।

আরও পড়ুন:কয়লাকাণ্ডে সিবিআই তদন্তের পর আয় বেড়েছে ইসিএলের, পেশ হল রিপোর্ট

প্রসঙ্গত, গুজরাতে ন’টি অক্সিজেন প্লান্টের শিলান্যাস অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই দাবি করেন। তিনি বলেন, অত্যন্ত কম সময়েই দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে পেরেছে ভারত। অক্সিজেনের চাহিদা ১০ হাজার টন থেকে কমে ৩৫০০ টনে নেমে আসা প্রমাণ করছে, দেশে করোনার সংক্রমণ কমছে। নরেন্দ্র মোদির সুদক্ষ নেতৃত্বের কারণেই সাফল্যের সঙ্গে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সক্ষম হয়েছে দেশ। তাঁর আরও দাবি, করোনা মোকাবিলায় উন্নত দেশগুলি হিমসিম খেলেও ভারত ধৈর্য ও পরিকল্পনার জোরে এগিয়েছে।

Advt

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...