করোনা পরিস্থিতির(corona situation) জেরে দুর্দশা চরমে উঠেছে দেশবাসীর। কঠিন এই সময়ে নিজের নিজের মতো করে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন কিছু মানুষ। সম্প্রতি আমহার্স্ট স্ট্রিট সংলগ্ন ৩৮ নং ওয়ার্ডে বিদ্যাসাগর স্ট্রিট নাগরিক উন্নয়ন মঞ্চের(Nagarik unnayan Mancha) তরফে সনৎ দাশগুপ্তের উদ্যোগে দুঃস্থদের জন্য বিলি করা হল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

আরও পড়ুন:ইয়াসের তাণ্ডবে দুর্গতদের পাশে ‘সমব্যথী’র সদস্যরা

এদিন নাগরিক উন্নয়ন মঞ্চের তরফে এলাকার দুঃস্থ মানুষদের জনপ্রতি দেওয়া হল চাল, সরষের তেল, আলু, সয়াবিন, চিঁড়ে, মুড়ি এবং বিস্কুটের প্যাকেট। উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান শিশির গুপ্ত, আমহার্স্ট স্ট্রিট থানার ও.সি. পুলক দত্ত, সমাজসেবক রূপা মজুমদার, প্রবন্ধ নাথ, তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট বুলবুল সাউ, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সম্পাদক স্বর্ণালী মিশ্র এবং এলাকার সমাজহিতকর কাজের সঙ্গে যুক্ত থাকা রাজা, পিন্টু, সজল মিশ্র প্রমুখ।
