দেশের উপরাষ্ট্রপতি(vice president) ভেঙ্কাইয়া নাইডুর(venkaiah Naidu) ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে চিরপরিচিত ব্লু টিক(blue tick) তুলে নিল টুইটার কর্তৃপক্ষ। আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই দেশের উপরাষ্ট্রপতি টুইটার অ্যাকাউন্ট(Twitter account) দেখা যাচ্ছে না ব্লু টিক। যদিও কী কারনে টুইটার দেশের এমন হাইপ্রোফাইল নাগরিকের বিরুদ্ধে এহেন সিদ্ধান্ত নিল সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

Twitter withdraws blue verified badge from personal Twitter handle of Vice President of India, M Venkaiah Naidu: Office of Vice President pic.twitter.com/vT8EZ5O9Na
— ANI (@ANI) June 5, 2021
উল্লেখ্য, দেশ-বিদেশের বিশিষ্ট মানুষজনের প্রোফাইলে এই ব্লু টিক দেওয়া হয় টুইটারে তরফে। ব্লু টিক থাকলে সহজেই বোঝা যায় ওই অ্যাকাউন্টের অধিকারী সমাজের বিশিষ্ট ব্যক্তি বা সেলিব্রিটি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পাশাপাশি দেশের প্রায় সমস্ত মন্ত্রী, সমাজকর্মী, অভিনেতা-অভিনেত্রীদের টুইটার অ্যাকাউন্টে দেখা যায় এই ব্লু টিক। পাশাপাশি এই চিহ্ন থাকলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারেন অ্যাকাউন্টটি ওই ব্যক্তি বা সংস্থার প্রকৃত অ্যাকাউন্ট। এই সূত্রে এতদিন দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও স্বাভাবিক নিয়মে ব্লু টিকের অধিকারী ছিলেন। শনিবার থেকে হঠাৎ উপরাষ্ট্রপতির প্রোফাইল থেকে সরে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
