Sunday, November 16, 2025

গতকালের পর আজ ফের দিলীপ ঘোষের বৈঠক ঘিরে কর্মী -সমর্থকদের বিক্ষোভ

Date:

Share post:

ফের বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সামনে দলীয় কর্মীরা বিক্ষোভ দেখালেন। গতকাল হুগলির ঘটনার পর সোমবার ফের আসানসোলেও রাজ্য সভাপতির সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখানোয় দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ধারে উত্তর আসানসোলের শীতলা সেন্ট্রাল পার্টি অফিসে যান দিলীপ ঘোষ। জেলা নেতৃত্ব l, মোর্চা ও মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির রাজ্য সভাপতি। সেই বৈঠকে থাকার অনুমতি না পেয়ে পার্টি অফিসের বাইরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা।

অভিযোগ, যারা অত্যাচারিত, ঘরছাড়া তাদের সঙ্গে দেখা না করে কেন শুধুমাত্র নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন রাজ্য সভাপতি।

 

বিক্ষোভকারী সমর্থকদের দাবি, দলের নিচুতলার কর্মীরা রাজ্য সভাপতির এই আচরণে অত্যন্ত ব্যথিত, দুঃখিত এবং অসন্তুষ্ট। বিপদের সময় দলের শীর্ষনেতারাই আগলে রাখেন নিচুতলার কর্মীদের। অথচ ভোটের আগে প্রতিদিন জেলায় পড়ে থাকলেও ভোটে হেরে যাওয়ার পরে আর নিচু দলের কর্মীদের দিকে তারা ফিরেও তাকাচ্ছেন না বলে অভিযোগ। বিজেপি কর্মীদের একাংশের দাবি, ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন তাঁরা। বাড়িঘর ভাঙা হচ্ছে। অত্যাচারিত হচ্ছেন তাদের পরিবারের সদস্যরাও। অথচ তাঁদের সঙ্গেই কথা বলা হচ্ছে না। তাঁরা দিলীপ ঘোষের সঙ্গে কথা বলার দাবি তোলেন। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে শেষে দলীয় কার্যালয়ের গেট বন্ধ করে দিতে হয় । অভিযোগ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সেই সময় বাইরে বেরিয়ে আসেন দলের অপেক্ষাকৃত মাঝারি মাপের নেতারা। তারা নাকি কর্মী-সমর্থকদের ধাক্কা মেরে সরিয়ে দেন। এর ফলে প্রবল ধাক্কাধাক্কি শুরু হয়। আরও উত্তেজনা ছড়ায়। শেষে পরিস্থিতি বেগতিক হচ্ছে দেখে জেলার আহ্বায়ক এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। দিলীপ ঘোষ সকলের সঙ্গে কথা বলবেন। তার পরই কিছুটা ক্ষোভ প্রশমিত হয়। দিলীপ ঘোষ অবশ্য বলেন, “ ভোটে না জিতলে একটু হতাশা হয়। আস্তে আস্তে কেটে যাবে সব।”

spot_img

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...