নবান্নে সাংবাদিক বৈঠকে মাছির উপদ্রব, বিরক্ত মুখ্যমন্ত্রী

অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল থেকে শুরু করে ইয়াস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই বৈঠকের তাল কাটলো একটি মাছি। নবান্নের (Nabanna) সভাঘরে অবিরত মাছির উপদ্রবে বিরক্ত হন মমতা।

 

মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ পরামর্শের মধ্যে বারবার মাছির আগমন।

বলতে বলতেই মমতা আচমকা বলে ওঠেন, ‘‘উফ্! এত মাছি এল কোথা থেকে!’’ বলতে বলতেই টেবিলের নীচে রাখা স্যানিটাইজারের (Sanitizer) ক্যান তুলে নিয়ে স্প্রে (Spray) করতে শুরু করেন মুখ্যমন্ত্রী। বৈঠক করতে করতেই বেশ কয়েক বার স্প্রে করে মাছি তাড়ান মমতা।

 

একটা সময়ে দৃশ্যতই বিরক্ত মমতা বলেন, ‘‘এখানে এত মাছি কী করে এল! কেউ দেখে না”। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের হেভিওয়েট মন্ত্রীরা। ছিলেন রাজ্যের মুখ্যসচিব-সহ একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিক। মুখ্যমন্ত্রীর অনুযোগ শুনে তাঁরাও বিব্রত।

স্যানিটাইজারের দাপটে বৈঠকে শেষের দিকে অবশ্য আর মাছির উৎপাত তেমন দেখা যায়নি। তবে সভাপতির দায়িত্বে থাকা কর্মীদের কর্মীরা ইতিমধ্যেই উৎস সন্ধানে নেমে পড়েছেন।

 

Previous article‘অর্থনীতি ছাড়া সবেতে নাক গলাচ্ছেন অমর্ত্য’, স্কিৎজোফ্রেনিয়ার পাল্টা তোপ তথাগতর
Next articleগতকালের পর আজ ফের দিলীপ ঘোষের বৈঠক ঘিরে কর্মী -সমর্থকদের বিক্ষোভ