Thursday, August 21, 2025

বেতনের টাকায় করোনা আক্রান্তদের জন্য অ্যাম্বুল্যান্স দান করলেন স্কুল শিক্ষিকা!

Date:

Share post:

কোভিড সংক্রমণের জেরে স্কুল বন্ধ প্রায় বছর দেড়েক । মাঝে কয়েকদিনের জন্য খুললেও ফের সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে স্কুলে পড়েছে তালা চাবি। কিন্তু বেতন বন্ধ হয়নি শিক্ষক শিক্ষিকাদের। বিনা পরিশ্রমেই মিলছে বেতন। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে ছিলেন জলপাইগুড়ির স্কুল শিক্ষিকা কেয়া সেন । শেষপর্যন্ত সেই বেতনের টাকা দিয়ে তিনি কিনলেন একটি অ্যাম্বুল্যান্স।
মঙ্গলবার সেটি দান করলেন কোভিড আক্রান্তদের পরিষেবায়। এভাবেই
করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে পেরে যারপরনাই খুশি তিনি । বরং বলা যেতে পারে, তিনি যে পথ দেখালেন, সেই পথে হেঁটে আরও অনেকে যদি সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে করোনার বিরুদ্ধে জয়ী হওয়াটা অনেকটাই সহজ হবে বলে মনে করছেন জলপাইগুড়িবাসী।

জানা গিয়েছে, জলপাইগুড়ি ২০ নং ওয়ার্ডের বাসিন্দা কেয়া সেন রাজগঞ্জ ব্লকের মান্তাদারি বিএফপি স্কুলের শিক্ষিকা। গত দেড় বছর ধরে স্কুল বন্ধ। তার পরেও বেতন পাচ্ছিলেন নিয়মমাফিক। সেই টাকা দিয়ে সেবামূলক কিছু করার চিন্তা মাথায় ঘুরছিল। বাড়ির সকলকে মনের ইচ্ছার কথা জানাতেই বড় ছেলে স্পন্দন অ্যাম্বুল্যান্স কেনার পরিকল্পনাটি দেন মাকে।
শেষ পর্যন্ত মাসিক কিস্তিতে এটি কিনে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিয়েছেন তাঁরা। মঙ্গলবার জলপাইগুড়ি জেলাপরিষদ হলে তাঁরা ওই সংস্থার হাতে অ্যাম্বুল্যান্সের চাবি তুলে দেন।
কেয়া বলেছেন, বিগত দেড় বছর ধরে মাসে মাত্র ১-২ দিনই কাজ করতে হচ্ছে। বাকি প্রায় পুরো মাস বিনা পরিশ্রমেই বেতন পাচ্ছি। মাসে অন্তত ২৬ দিন স্কুলে যাওয়ার কথা। এ ভাবে বেতন নিতে আমার লজ্জা লাগছিল। তাই অ্যাম্বুল্যান্স কিনে তা জেলাপরিষদের মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে দান করলাম। এতে যদি করোনা আক্রান্তদের কিছুটা উপকার হয়, তবে জানবো আমার প্রচেষ্টা সার্থক ।

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...