Wednesday, November 12, 2025

বাইশে উত্তরপ্রদেশ নির্বাচন, তার আগেই দেশের নির্বাচন কমিশনারের পদে যোগী ঘনিষ্ঠ

Date:

Share post:

বিষয়টি আপাত কাকতালীয়, নাকি ক্ষমতায় থাকার সুবিধা নিয়ে সাজানো-গোছানো রাজনৈতিক অভিসন্ধি। এই প্রশ্নই এখন জোরালোভাবে উঠতে শুরু করেছে। বঙ্গ নির্বাচনে ব্যর্থ হওয়ার পর আগামী বছর উত্তরপ্রদেশ নির্বাচন(Uttar Pradesh election)। তবে যোগী রাজ্যের হাওয়া যে উল্টো দিকে বইছে তা অনুমান করে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। এরই মাঝে দেশের নির্বাচন কমিশনের (election commission)শীর্ষ পদে বসানো হলো যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে। এই তালিকায় রয়েছেন খোদ নির্বাচন কমিশনার অনুপ পান্ডে। এমনই অভিযোগ তুলে সরব হতে দেখা গেল বিরোধীদের।

সম্প্রতি একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনে দেশের নির্বাচন কমিশনের ভূমিকা বারবার প্রশ্ন তুলে দিয়েছে। সরাসরি নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ। এমন পরিস্থিতির মাঝে এবার দেশের নির্বাচন কমিশনের পদে বসানো হয়েছে অনুপ পান্ডেকে(Anup Pandey)। বহুদিন ধরে এই আইএএস আধিকারিক যোগী আদিত্যনাথের অত্যন্ত পছন্দের লোক হিসেবে পরিচিত। ২০১৯ সালে উত্তরপ্রদেশের মুখ্যসচিবের পদ থেকে অবসর নেন অনুপ পান্ডে। এরপর তাকে মুখ্য উপদেষ্টা হিসেবে চেয়েছিলেন যোগী। গো বলয়ের রাজনীতিতে গো প্রকল্প তাঁর হাত ধরেই সৃষ্টি হয়। করোনাকালে কুম্ভ মেলা আয়োজনের দায়িত্ব সামলেছেন এই আইএএস ক্যাডার। যে কুম্ভ মেলাকে পরবর্তীকালে করোনার ‘সুপার স্প্রেডার’ হিসেবে মন্তব্য করেছিল আদালত। এমন একজন আধিকারিককে নির্বাচন কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসানোয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:CBI দাঁত-মুখ চেপে মিথ্যা বলে কোর্টকে বিভ্রান্ত করছে, এই মিথ্যা প্রমান হবেই, বৃহত্তর বেঞ্চে লুথরা

বিরোধীদের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে শুধুমাত্র উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্যই এমন একজন আধিকারিককে নির্বাচন কমিশনারের মত একটি গুরুত্বপূর্ণ পদে আনা হলো। কংগ্রেসের তরফে ইতিমধ্যেই এই নিয়োগের তীব্র বিরোধিতা করা হয়েছে। গোটা ঘটনার পর নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শিন্ডে।

Advt

spot_img

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...