Wednesday, August 27, 2025

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক হলেন ঋতাভরী, মেয়ের সাফল্য শেয়ার করলেন ‘মা’

Date:

Share post:

বিষয় ছিল ‘অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম’। সেই বিষয়েই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে স্নাতকে প্রথম হয়েছেন অভিনেত্রী ঋতাভরী। লকডাউনের মানসিক চাপ থেকে শুরু করে শারীরীক অসুস্থতা, সবকিছুকে হার মানিয়ে নিজের বিষয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন তিনি। স্বভাবতই খুশি অভিনেত্রী। জানালেন,  ‘এবার বলতেই পারি, আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে স্নাতক।’

নিজের শারীরিক অসুস্থতা থেকে শুরু করে করোনা পরিস্থিতি, মানসিকভাবে সবটাই সামলেছেন। উল্টে কোভিড আবহে  সকলকে ভালো রাখার অঙ্গীকার নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কোভিড পরিস্থিতিতে গৃহবন্দি সাধারণ মানুষ যাতে মনের কথা বলে হাল্কা হতে পারে সেজন্য চালু করেছেন হেল্পলাইন। এছাড়াও বিভিন্নভাবে চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার। তবে আজকের দিনটা একটু অন্যরকম।  সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট জুড়ে শুধুই লিখলেন নিজের খুশির কথা। করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। ক্লাস চলার মধ্যেই অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন হাসপাতালে। কিন্তু সেখান থেকেও ক্লাস চালিয়ে গিয়েছেন তিনি। ঋতাভরী লিখছেন, ‘শারিরীক কষ্ট নিয়েও আমি আমার পরের ক্লাসের জন্য অপেক্ষা করতাম। আজ পুরস্কার পেয়ে মনে হচ্ছে পড়াশোনার ওপর আমার সেই ভালোবাসাটাই জিতেছে।’

স্বভাবতই মেয়ের এই সাফল্যে খুশি মা শতরূপা সান্যালও। অভিনেত্রীর মা পরিচালক শতরূপা সান্যাল (Satarupa Sanyal) মেয়ের সাফল্যের কথা শেয়ার করে লিখলেন, “আজ ঋতাভরী UCLA( University of California ) থেকে গ্রাজুয়েট হল। দুটো সার্জারি, লকডাউনের মানসিক চাপ, সব কিছু কে মোকাবিলা করেই একটানা ক্লাস করত কাক ভোর থেকে! পুরো অনুষ্ঠানটাই ছিল অনলাইন। আমি উপস্থিত থেকে দেখলাম!! মেয়ে এই বছরের সেরার পুরস্কার জিতল, তারও গৌরবের সাক্ষী রইলাম!”
নিজের বিষয় ‘অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম’-এ প্রথম হয়েছেন ঋতাভরী। সুসংবাদ তাঁর অনুগামীদের জানিয়ে বলেছেন, ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে হলিউডে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমার এই অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমি চাই, আমার প্রোজেক্ট কালার্স অফ সাইলেন্স (Colours of Silence) হলিউড প্রোজেক্ট হিসাবে থাকুক। এই সুযোগটা হাতছাড়া করব না।’

Advt

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...