Thursday, November 6, 2025

জিএসটি-র ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব অমিত মিত্র

Date:

Share post:

এবার জিএসটিতে ক্ষতিপূরণ আদায় করতে সরব হলেন রাজ্যে অর্থমন্ত্রী অমিত মিত্র। সোমবার তিনি একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি দাবি এই দাবি তোলেন। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, জিএসটি নিয়ে কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও ভঙ্গ হয়েছে।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত জিএসটি কাউন্সিলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন্দ্র রাজ্যগুলিকে জিএসটি বাবদ ক্ষতিপূরণ দিতে পারে। তবে তা বাধ্যতামূলক নয়। এবং ৫ বছরের জন্য এই ক্ষতিপূরণ দেওয়া হবে। এবার সেই ক্ষতিপূরণের বিষয়টি ফের একবার সামনে আনলেন অমিত মিত্র।

সাংবাদিক বৈঠক অমিত মিত্র জানান, তিনি যখন জিএসটির এমপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ছিলেন, তখনই প্রশ্ন তুলেছিলেন, কেন রাজ্যগুলি তাদের প্রাপ্য জিএসটি থেকে বঞ্চিত হবে? কেন রাজ্যকে ৭০ শতাংশ তাদের প্রাপ্য কর ছেড়ে দিতে হবে? যদি সেই প্রাপ্য  ছেড়ে দিয়ে যদি কর আদায়ের ক্ষেত্রে ঘাটতি হয়, তাহলে কী ভাবে তার ক্ষতিপূরণ দেওয়া হবে। তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে সেই প্রস্তাব রাখা হয়। পরে কেন্দ্রীয় সরকার জানায়, ৫ বছরের জন্য রাজ্যগুলিকে জিএসটি বাবদ ক্ষতিপূরণ দেবে। তবে তা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়নি।  পরে রাজ্যগুলির তরফে ফের সেই ক্ষতিপূরণের দাবি তোলা হয়। এদিন অমিত মিত্র আবার সেই দাবি তুললেন।

সাংবাদিক বৈঠকে অমিত মিত্র আরও অভিযোগ করেন, এর আগে জিএসটি কাউন্সিলের বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন।

spot_img

Related articles

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...

সুন্দর জয়ের মধ্যেও চিন্তার কারণ ব্যাটিং, সিরিজে এগিয়ে গেল ভারত

চতুর্থ টি২০(T20) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিতল ভারত(India)। সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ টি২০...

সুপ্রিম কোর্টে শুনানি শেষ না হওয়া পর্যন্ত OBC সংক্রান্ত মামলার শুনানি নয় কলকাতা হাই কোর্টে: নির্দেশ প্রধান বিচারপতির

সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের OBC সংরক্ষণ সংক্রান্ত কোনও মামলার শুনানি...

তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে: ৩১ তম KIFF-এর মঞ্চে আঞ্চলিক ভাষার চলচ্চিত্রকে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

”আন্তর্জাতিক ছবির পাশাপাশি থাকবে দেশীয় সিনেমা এবং বোরো, টুলু-র মতো আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও (Cinema)। এর মাধ্যমে এমন মানুষদের...