করোনার(coronavirus) দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত বেহাল অবস্থা তৈরি হয়েছিল গোটা দেশের। প্রায় সমস্ত রাজ্যের লকডাউনের(lockdown) পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছিল ট্রেন পরিষেবা(train service)। তবে সাম্প্রতিক সময়ে লকডাউনের জেরে সংক্রমণের হার কমেছে অনেকটাই। এই রাজ্যে সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজারের নিচে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কড়াকড়িতে রাশ টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। লোকাল ট্রেন এখনও চালু না হলেও দূরপাল্লার কিছু স্পেশাল ট্রেনকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে হাওড়া শিয়ালদহ থেকে চালু হয়ে যাবে বেশকিছু দূরপাল্লার ট্রেন। আসুন দেখে নেওয়া যাক সেই সমস্ত ট্রেনের তালিকা…

১. ট্রেন নং ০২০১৯ – হাওড়া-রাঁচি শতাব্দী বিশেষ ট্রেন
২. ট্রেন নং ০২২০ – রাঁচি-হাওড়া শতাব্দী বিশেষ ট্রেন
৩. ট্রেন নং ০২৩৪৩ – শিয়ালদহ-নতুন জলপাইগুড়ি বিশেষ ট্রেন
৪. ট্রেন নং ০২৩৪৪- নতুন জলপাইগুড়ি-শিয়ালদহ বিশেষ ট্রেন
৫. ট্রেন নং ০৩১৬১ – কলকাতা-বালুরঘাট বিশেষ ট্রেন
৬. ট্রেন নং ০৩১৬২ – বালুরঘাট – কলকাতা বিশেষ ট্রেন
৭. ট্রেন নং ০২২৬১ – কলকাতা-হলদিবাড়ি বিশেষ ট্রেন
৮. ট্রেন নং ০২২৬২ – হলদিবাড়ি – কলকাতা বিশেষ ট্রেন
৯. ট্রেন নং ০৩০৩৩- হাওড়া-কাটিহার বিশেষ ট্রেন
১০. ট্রেন নং ০৩০৩৪ – কাটিহার-হাওড়া বিশেষ ট্রেন

তবে শুধু পশ্চিমবঙ্গ নয় অন্যান্য রাজ্যগুলিতে ও দূরপাল্লার ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর ও মধ্য রেলওয়ে। আগামী ১৫ জুন থেকে চালু হচ্ছে ফেস্টিভাল স্পেশাল ট্রেন। পাশাপাশি ভিন রাজ্যে যে সকল স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে সেগুলি হল…

১.ট্রেন নং ০২৬২০/০২৬১৯ মঙ্গালোর সেন্ট্রাল – লোকমান্য তিলক টার্মিনাস – মঙ্গালোর
২.ট্রেন নং ০৩২৫৩ – পাটনা – বনসওয়াদী স্পেশাল ট্রেন
৩.ট্রেন নং ০৩২৫৪ – বানসওয়াদি – পাটনা স্পেশাল ট্রেন
৪.ট্রেন নং ০৫২৬৯ – মুজাফফরপুর – আহমদাবাদ স্পেশাল ট্রেন
৫.ট্রেন নং ০৫২৭০ – আহমেদাবাদ – মুজাফফরপুর স্পেশাল ট্রেন
৬.ট্রেন নম্বর ০৩২৫৯ – পাটনা-ছত্রপতি শিবাজি মহারাজ (টি) স্পেশাল ট্রেন
৭.ট্রেন নং ০৩২৬০ – ছত্রপতি শিবাজি মহারাজ (টি) – পাটনা স্পেশাল ট্রেন


যদিও এই সকল ট্রেনে যাতায়াতের জন্য বেশকিছু নিয়মাবলী চালু করেছে রেল কর্তৃপক্ষ। বাধ্যতামূলকভাবে দিনের এই নিয়ম মেনে চলতে হবে যাত্রীদের। রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রীদের ক্ষেত্রেই যাত্রার আরটিপিসিআর রিপোর্ট নিজের সঙ্গে রাখা বাধ্যতামূলক। কোন কোন রাজ্যের ক্ষেত্রে ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট করানো বাধ্যতামূলক। এছাড়া সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে। না হলে ৫০০ টাকা অব্দি ফাইন করতে পারে রেল কর্তৃপক্ষ। ট্রেনের ভিতর রান্না করা খাবার নিয়ে যাওয়া যাবে না। যাত্রীদের অবশ্যই নিজেদের সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। যত্রতত্র থুতু ফেলা যাবে না। এক্ষেত্রেও ফাইন করতে পারেন রেল আধিকারিকরা।

