Tuesday, May 6, 2025

কতটা সম্পত্তি শোভন দান করলেন প্রিয় বান্ধবী বৈশাখীকে ?

Date:

Share post:

তাঁর পাশে থাকার, তাঁকে সাহচর্য দেওয়ার ‘বিনিময় মূল্য ‘ হিসেবে বান্ধবী ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়কে’ নিজের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি দান করার কথা সদ্য ঘোষণা করেছেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু প্রাক্তন মহানাগরিক শোভনের সম্পত্তির পরিমাণ কতটা? স্থাবর এবং অস্থাবর মিলিয়ে ঠিক কতটা সম্পত্তির ‘পাওয়ার অফ এটর্নি ‘ পেতে চলেছেন শোভন -সখী বৈশাখী?

এক ঝলকে দেখে নেওয়া যাক তারই হিসেব। যদি এই হিসেব বেশ কিছুটা পুরনো ২০১৬ সালের।কারণ ২০১৬ তেই বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তখন হলফনামায় সম্পত্তির যে বিবরণ দিয়েছিলেন শোভন…

১) শোভন চট্টোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ৫ বছর আগে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৯১২ টাকা। এর মধ্যে যদিও স্ত্রী রত্নার সম্পত্তির হিসেবও যুক্ত রয়েছে। তবে সেটি বাদ দিয়েও শুধু নিজের সম্পত্তির হিসেবও দিয়েছিলেন তিনি।

 

২) হাতে নগদ ছিল ৪৩,৩৪০ টাকা।

 

৩) ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ৬৮,৩০,৩২২ টাকা।

 

৪) একাধিক বিমা এবং পিপিএফ বাবদ সঞ্চয় ২৭,৯৮,৯৯৯ টাকা।

 

৫) তাঁর নিজের ৪টি গাড়ি ছিল। ইনোভা, জেন, ওয়াগন আর এবং সেলেরিও। যার মূল্য ছিল মোট ৮,৫৩,৫৬৯ টাকা।

 

৬) সোনা, রুপোর অলঙ্কার ৭,৫৩,২৮১ টাকা মূল্যের।

 

৭) সব মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তিছিল ১,০৪,৩০,৯৪২ টাকার।

৮) এবার স্থাবর সম্পত্তির হিসেব …

২০১৬ সাল অনুযায়ী শোভন চট্টোপাধ্যায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২,৬৭,৬০,০৬০ টাকা।

 

৯) বাস্তুজমি ৩৫,৮৭,০০০ টাকার।

 

১০) ব্যবসায়িক কারণে ব্যবহৃত বাড়ির মূল্য ১,৫৩,৭৩,০৬০ টাকা ।

 

১১) বসত বাড়ির দাম ৭৮,০০,০০০ টাকা।

 

১২) মোট স্থাবর সম্পত্তি ২,৬৭,৬০,০৬০ টাকার।

spot_img

Related articles

জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের...

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...